KL Rahul: ভিডিয়ো পোস্ট করে বিভ্রান্ত করেছেন? মহাবিতর্কে লোকেশ রাহুল

IND vs ENG: রবিবার দুপুরে ইন্সটাগ্রামে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল বেঙ্গালুরুর এনসিএর নেটে নিজের ব্যাটিং অনুশীলনের এক ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল তিনি সাবলীল ব্যাটিং করছেন। তার ঠিক পরের দিনই, অর্থাৎ সোমবার রাতে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় লোকেশ রাহুল ১০০ শতাংশ ফিট নন।

KL Rahul: ভিডিয়ো পোস্ট করে বিভ্রান্ত করেছেন? মহাবিতর্কে লোকেশ রাহুল
ভিডিয়ো পোস্ট করে বিভ্রান্ত করেছেন? মহাবিতর্কে লোকেশ রাহুলImage Credit source: X
Follow Us:
| Updated on: Feb 13, 2024 | 4:11 PM

কলকাতা: চোটে জেরবার ভারতীয় শিবির। একাধিক ভারতীয় ক্রিকেটারের বর্তমান ঠিকানা এনসিএ। কয়েকজন ক্রিকেটার রয়েছেন পৃথ্বী শ, রবীন্দ্র জাডেজার মতো। যাঁরা আবার ফিট হয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে বেরিয়ে ঘরোয়া ক্রিকেটে এবং জাতীয় দলে ফিরেছেন। অন্যদিকে টিম ইন্ডিয়ার তারকা লোকেশ রাহুল (KL Rahul) এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। হঠাৎ করেই এনসিএর ভূমিকা এবং বোর্ডের উপর প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ একটাই। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩টে টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণার ২দিন পর কেন রাহুল পুরো ফিট নন বলে জানাল বিসিসিআই। এরই মাঝে রাহুল নিজেও ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো শেয়ার করে বিতর্ক বাড়িয়েছেন।

রবিবার দুপুরে ইন্সটাগ্রামে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল বেঙ্গালুরুর এনসিএর নেটে নিজের ব্যাটিং অনুশীলনের এক ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল তিনি সাবলীল ব্যাটিং করছেন। তার ঠিক পরের দিনই, অর্থাৎ সোমবার রাতে বোর্ডের মেডিকেল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় লোকেশ রাহুল ১০০ শতাংশ ফিট নন। বিসিসিআই বিবৃতিতে জানায়, রাহুল ৯০ শতাংশ ম্যাচ ফিট হয়েছেন। রাজকোটে হতে চলা তৃতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানেই থাকবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, রাহুল যে ম্যাচ ফিট সেটা বিসিসিআইয়ের মেডিকেল টিমও নিশ্চিত নয়। তাঁর কথায়, কেএল রাহুল এখনও রাজকোটে রিপোর্ট করেননি। রবীন্দ্র জাডেজা অবশ্য টিমের সঙ্গে যোগ দিয়েছেন। বোর্ডের ওই কর্তা প্রশ্ন তুলেছেন, বিসিসিআইের মেডিকেল টিম প্রথম থেকেই যদি রাহুলের চোটের অবস্থা সম্পর্কে জানত, তা হলে তাঁকে কেন অস্থায়ী ভাবে টিমে রাখা হল? আর রাহুলই বা কেন নেটে নিজের ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন?

পুরো বিষয়টায় বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বেন স্টোকসদের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য ভারতের টিম ঘোষণা হওয়ার সময় বোর্ডের থেকে জানানো হয়েছিল, রবীন্দ্র জাডেজা ও লোকেশ রাহুল ম্যাচ ফিট হলে খেলতে পারবেন। পরবর্তীতে জানানো হয় জাডেজা ফিটনেস টেস্টে পাস করেছেন। কিন্তু রাহুল করেননি। এ বার প্রশ্ন টিম ঘোষণার আগে কেন দুই ক্রিকেটারের ফিটনেস টেস্ট নেওয়া হয়নি? এনসিএর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিক ক্রিকেটার বারবার চোট নিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাচ্ছেন, তাঁদের সেখান থেকে রিলিজ় করায় কি ফাঁকফোকর থেকে যাচ্ছে। উঠছে সেই প্রশ্নও।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...