India vs South Africa: প্রথম টেস্ট সেঞ্চুরি সেনুরান মুথুস্বামীর, ৪০০-রানের গণ্ডি পেরিয়ে গেল প্রোটিয়ারা
Senuran Muthusamy: ভারতের বিরুদ্ধে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কেরিয়ারের অষ্টম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুস্বামী। আর তাতেই সেঞ্চুরি। ১০টা চার, ২টো ছয় মেরে ১০৭* রান করেছেন (লাঞ্চ বিরতি অবধি)।

কলকাতা: রবিবার বর্ষাপাড়ায় হচ্ছে রানের বর্ষণ! এ কথা বলা ছাড়া আর উপায় নেই। কারণ ভারতের (India) বিরুদ্ধে গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন রানের বন্যা বইয়ে দিচ্ছেন প্রোটিয়া ক্রিকেটাররা। কেরিয়ারের অষ্টম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy)। আর তাতেই সেঞ্চুরি। ১০টা চার, ২টো ছয় মেরে ১০৭* রান করেছেন (লাঞ্চ বিরতি অবধি)। দেখতে দেখতে স্কোরবোর্ডে ৭ উইকেটে ৪২৮ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। আর সেখানে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন ভারতের বোলাররা।
বর্ষাপাড়ার উইকেট ব্যাটারদের স্বর্গরাজ্য
গুয়াহাটির বর্ষাপাড়ার উইকেট যে ব্যাটারদের স্বর্গরাজ্য, তা বলে দিতে হবে না। প্রোটিয়াদের পারফরম্যান্সই তার প্রমাণ। প্রথম দিনের শেষে ২৫ রানে মাঠ ছেড়েছিলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকা সেনুরান মুথুস্বামী। দেখতে দেখতে দ্বিতীয় দিন কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও আসে মুথুস্বামীর ব্যাটে। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা কোনও প্রতিরোধই গড়তে পারেননি। যার ফলে স্কোরবোর্ডে দ্রুত রান উঠতে থাকে। লাঞ্চ ১০৭ রানে অপরাজিত থেকে মুথুস্বামী যেমন লাঞ্চ বিরতিতে গিয়েছেন, তাঁর পাশাপাশি ৫১ রানে অপরাজিত রয়েছেন মার্কো জ্যানসেন।
Lunch on Day 2⃣ 🍽️
Ravindra Jadeja with the wicket for #TeamIndia in that session! 👍
We will be back soon for the final session.
Scorecard ▶️ https://t.co/Hu11cnrocG#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/leQ5NXW77M
— BCCI (@BCCI) November 23, 2025
দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশন শেষে ভারতের প্রাপ্তি কী?
গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনের দুটো সেশনে ভারতের একমাত্র প্রাপ্তি ১টি উইকেট। ১২০.৩ ওভারে কাইল ভারানেকে ফেরান রবীন্দ্র জাডেজা। স্টাম্পিং ক্যাপ্টেন-উইকেটকিপার ব্যাটার পন্থের। ১২২ বলে ৪৫ রান করেন ভারানে। ভারতীয় বোলার ও ক্রিকেট প্রেমীদের এখন একটাই অপেক্ষা, ঠিক কতক্ষণে থামে দক্ষিণ আফ্রিকা আর শুরু ভাল করে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে আসে ভারত।
