WPL 2024: ডেলিভারি তো নয়, যেন আগুনের গোলা! WPL এ রেকর্ড শবনিম ইসমাইলের
Shabnim Ismail: গত বারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দল হারলেও দিল্লির বিরুদ্ধে এক দুর্দান্ত ডেলিভারির জন্য ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার শবনিম ইসমাইল (Shabnim Ismail)।
কলকাতা: হার দিয়ে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League) সফর শুরু করেছিল গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস। পরপর ৪টি ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবলের শীর্ষে দিল্লি। গত বারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। দল হারলেও দিল্লির বিরুদ্ধে এক দুর্দান্ত ডেলিভারির জন্য ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার শবনিম ইসমাইল (Shabnim Ismail)। মেয়েদের ক্রিকেটের ইতিহাসে প্রথম বার কোনও বোলার ১৩০ কিমি/ঘণ্টার বেশি গতিবেগে বল করলেন। দিল্লির বিরুদ্ধে শবনিমের করা ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগের ডেলিভারি মহিলাদের ক্রিকেটে সবচেয়ে দ্রুততম বল।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর বোলিংয়ের ঝাঁঝ যে কমেনি, তার প্রমাণ দিলেন শবনিম ইসমাইল। ৩৫ বছর বয়সী মুম্বই ইন্ডিয়ান্সের তারকা এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১২৮.৩ কিমি/ঘণ্টা গতিবেগে বল করেছিলেন। এ বার নিজের সেই বোলিং রেকর্ড ছাপিয়ে গেলেন শবনিম। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি শবনিম করেছিলেন ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগে। রেকর্ড গড়লেও শবনিমের টিম মুম্বই ইন্ডিয়ান্স দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি। ২৯ রানে ম্যাচ জিতে নেন জেমাইমা রডরিগজ-মেগ ল্যানিংরা।
Reason #132.1 for girls to pursue #Cricket 🫶🏼
Not the finest of spells to remember maybe, but bowling the fastest recorded delivery in women’s cricket will always be a special memory, Shabnim. ⚡#DCvMI #TATAWPL pic.twitter.com/aXziQMnTAO
— Delhi Capitals (@DelhiCapitals) March 5, 2024
রেকর্ড গড়েও খুশি নন শবনিম। কারণ মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট পেল না। ম্যাচের শেষে শবনিম বলেন, ‘যখন আমি বোলিং করি, তখন বিগ স্ক্রিনের দিকে তাকাই না।’ মেয়েদের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলও শবনিমের ঝুলিতে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শবনিম প্রতি ঘণ্টায় ১২৮ কিমি গতিতে বল করেছিলেন। ওই ডেলিভারি এখনও পর্যন্ত মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম। এ ছাড়া ২০২২ সালের ওডিআই বিশ্বকাপে দু’বার প্রতি ঘণ্টায় ১২৭ কিমির বেশি গতিতে বল করেছিলেন প্রোটিয়া পেসার শবনিম।