Shah Rukh Khan, WPL 2024: মেয়েদের আইপিএলে বিরাট খবর, উদ্বোধনে পারফর্ম করবেন শাহরুখ খান
Shah Rukh Khan-WPL Opening Ceremony: ইতিমধ্যেই বোর্ড ঘোষণা করে দিয়েছে, মেয়েদের লিগের উদ্বোধনে পারফর্ম করবেন একঝাঁক বলিউডের তারকা। বরুণ ধাওয়ান, শাহিক কাপুর, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা আসর জমিয়ে দিতে আসছেন। কিন্তু যাবতীয় আলো কেড়ে নিতে চলেছেন শাহরুখ। কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা মালিক শাহরুখ খানকে। কিন্তু মেয়েদের আইপিএলে তাঁর কোনও টিম নেই। তা সত্ত্বেও স্মৃতি-হ্যারিদের লিগের সঙ্গে জুড়ে যেতে চলেছেন কিং খান।
কলকাতা: মেয়েদের লিগকেও ছেলেদের আইপিএলের মতোই রঙিন করে তুলতে চাইছে বিসিসিআই। দ্বিতীয় সংস্করণ শুরু হবে শুক্রবার থেকে। তার দু’দিন আগে বিরাট ঘোষণা। মেয়েদের প্রিমিয়ার লিগে উদ্বোধনে পারফর্ম করবেন শাহরুখ খান। বিপুল জনপ্রিয় তারকাকে উদ্বোধনী মঞ্চে তুলে দেওয়ার অর্থই হল স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের লিগকে বানিজ্যিক ভাবে তো বটেই, দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৩ ফেব্রুয়ারি চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তার আগে জমকালো অনুষ্ঠান রেখেছে বিসিসিআই। তাতেই পারফর্ম করতে দেখা যাবে কিং খানকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইতিমধ্যেই বোর্ড ঘোষণা করে দিয়েছে, মেয়েদের লিগের উদ্বোধনে পারফর্ম করবেন একঝাঁক বলিউডের তারকা। বরুণ ধাওয়ান, শাহিক কাপুর, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা আসর জমিয়ে দিতে আসছেন। কিন্তু যাবতীয় আলো কেড়ে নিতে চলেছেন শাহরুখ। কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা মালিক শাহরুখ খানকে। কিন্তু মেয়েদের আইপিএলে তাঁর কোনও টিম নেই। তা সত্ত্বেও স্মৃতি-হ্যারিদের লিগের সঙ্গে জুড়ে যেতে চলেছেন কিং খান।
মেয়েদের লিগ শেষ হওয়ার পরই শুরু হবে ছেলেদের আইপিএল। কেকেআর এ বার গৌতম গম্ভীরকে ফিরিয়েছে মেন্টর হিসেবে, যাতে টিম সাফল্য পায়। তারই মধ্যে মেয়েদের প্রিমিয়ার লিগে শাহরুখের পারফরম্যান্সের সঙ্গে একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে, মেয়েদের আইপিএলে যদি টিম বাড়ে, তা হলে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ় হয়তো টিম কিনতে পারে। সেই কারণেই দ্বিতীয় সংস্করণের সঙ্গে জুড়ে যাচ্ছেন শাহরুখ। আলোচনা যাই হোক না কেন, শাহরুখের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা মানে কিন্তু মেয়েদের লিগের গ্ল্যামারও বেড়ে গেল কয়েক গুণ।