ইসলামাবাদ: কে জিতবে ২৮ অগাস্টের মেগা দ্বৈরথ? রোহিত শর্মার নেতৃত্বাধীন মেন ইন ব্লু, নাকি গত টি-২০ বিশ্বকাপ ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি ঘটাবে বাবর আজমের সবুজ ব্রিগেড (India vs pakistan)। আম ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞরা এই আলোচনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না। ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে মতামত রাখছেন অনেকেই (Asia Cup 2022)। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) থেকেও এই বিষয়ে মতামত চেয়েছিলেন এক অনুরাগী। এক কালে বাইশ গজে চার,ছয়ের বর্ষণ হত আফ্রিদির ব্যাটে। অবসর নিয়েছেন অনেকদিন হল। এখন আফ্রিদি চর্চায় থাকেন তাঁর মন্তব্য়ের জন্য। সোশ্যাল মিডিয়ায় ভক্তের প্রশ্নের জবাবে তিনি যা বললেন, তাতে অবাক হওয়া ছাড়া উপায় নেই।
বাবর আজমের তারুণ্যে ভরা পাকিস্তান টি-২০ টিম বিশ্বের তাবড় তাবড় দলগুলিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। গতবছর টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর বাবর, শাহিনরা রাতারাতি নায়ক বনে যান। এশিয়া কাপ অভিযানে তেমনই ফলাফলের আশায় বসে পাক সমর্থকরা। কিন্তু অন্ধ সমর্থকের মতো মন্তব্য করতে রাজি নন শাহিদ আফ্রিদি। মাঠে নেমে ক্রিকেট নামক খেলাটাকে খুব কাছ থেকে দেখেছেন, খেলেছেন। অতএব, কোন দল সবচেয়ে শক্তিশালী বা কে জিতবে ভারত-পাক ম্যাচ? এমন প্রশ্নের আলটপকা জবাব দিতে চান না। অযথা বিতর্কের সৃষ্টি না করে আফ্রিদি বলে দিলেন, “যে দলের ভুলের পরিমাণ কম থাকবে তারাই জিতবে।” অর্থাৎ, ভারত বা পাকিস্তান কোনও টিমকেই আদর্শ বলে মনে করছেন না পাক কিংবদন্তি। যতটা সম্ভব ভুলভ্রান্তি কম করে মেগা ক্ল্যাশ জিতে নেওয়ার বার্তা দিলেন।
Depends on who makes the least mistakes.
— Shahid Afridi (@SAfridiOfficial) August 21, 2022
এমন ডিপ্লোম্যাটিক জবাবে আফ্রিদির অনুরাগীরা অবাক হয়ে গিয়েছেন। কোনও একটা টিমের নাম নেবেন, আশা করেছিলেন তাঁরা। গত টি-২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের ভবিষ্য়দ্বাণী করে বিপাকে পড়েছিলেন হরভজন সিং। বিরাটদের হারের পর ব্যপক ট্রোল হন ভাজ্জি। তাই সাবধানী আফ্রিদি বিতর্ককে আমন্ত্রণ দিতে চাইলেন না।