AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Afridi: ভারত-পাক ম্যাচে তেরঙ্গা ওড়াতে বাধ্য হল আফ্রিদির মেয়ে!

এশিয়া কাপের সুপার ৪-এর ভারত-পাকিস্তান ম্যাচ ভারতীয়রা ভুলে যেতেই পছন্দ করবেন। হারের যন্ত্রণার মাঝেও সেদিন দুবাই স্টেডিয়ামে এমন একটি ঘটনা ঘটেছে যা মেন ইন ব্লু সমর্থকদের মুখে হাসি ফোটাবেই।

Shahid Afridi: ভারত-পাক ম্যাচে তেরঙ্গা ওড়াতে বাধ্য হল আফ্রিদির মেয়ে!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 2:56 PM
Share

ইসলামাবাদ: সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এশিয়া কাপ (Asia Cup 2022)। ২০২২ সংস্করণের বিজয়ী দল কে হবে তা আজই জানা যাবে। এই ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের খুব একটা মাথাব্যথা না হওয়ার কথা। কারণ সুপার ৪ স্টেজ থেকে মেন ইন ব্লু আগেই ছিটকে গিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরপর দুই ম্যাচের হারের ফল ভুগেছে টিম ইন্ডিয়া। চলতি এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ যদি বলা যায় তা হল ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টে দু’দুবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিম (India vs Pakistan)। দুটি ম্যাচেই বিপুল সংখ্যক দর্শক দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। হাইভোল্টেজ ম্যাচ চাক্ষুষ দেখার সুযোগ মিস করেননি তাঁরা। সুপার ৪-এর ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে দুবাইয়ে গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) পরিবার। দুবাইয়ের মাঠে তাঁর পরিবার বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। খোলসা করেছেন খোদ শাহিদ আফ্রিদি।

সুপার ফোরে ভারতকে হারানোর পর পাকিস্তানের একটি টিভি চ্যানেলে নিজের বক্তব্য রাখছিলেন আফ্রিদি। চ্যানেলের অ্যাঙ্কার বলে ওঠেন, স্টেডিয়ামে বেশিরভাগ দর্শক ছিলেন ভারতীয়। অ্যাঙ্করের কথায় সায় দিয়ে আফ্রিদি বলে ওঠেন, “হ্যাঁ, আমি এটা জানি। আমার পরিবার সেদিন স্টেডিয়ামে বসে খেলা দেখছিল। ওরা আমাকে ম্যাচের ভিডিও পাঠাচ্ছিল আর আমি দেখছিলাম। আমার স্ত্রী বলল যে খুব জোর ১০ শতাংশ পাকিস্তানি সমর্থক সেদিন মাঠে উপস্থিত ছিল। বাকি ৯০ শতাংশই ভারতীয়।” হাসতে হাসতে আফ্রিদি বলেন, “ওখানে তো পাকিস্তানের পতাকাও পাওয়া যাচ্ছিল না। আমার ছোটো মেয়ে বাধ্য হয়ে ভারতের পতাকা ওড়াতে থাকে। সেই ভিডিও আমার কাছে রয়েছে। ওরা বুঝতে পারছিল না ভিডিওটি টুইটারে দেওয়া ঠিক হবে কিনা।”

আফ্রিদির কথা শুনে হেসে গড়িয়ে পড়েন চ্যানেলের দুই অ্যাঙ্কর। একজন বলেন, এটা পাকিস্তানিরা খুব ভালোভাবে মেনে নেবে। কিন্তু উল্টোটা হলে ভারতে হইহই রব পড়ে যেত। অর্থাৎ কোনও ভারতীয় ফ্যান পাকিস্তানের ঝান্ডা ধরলে ভারতীয়রা মেনে নিতে পারতেন না। দাবি ওই অ্যাঙ্করের। সেদিন মাঠভর্তি সমর্থন পেয়েও গ্রিন আর্মিকে হারাতে ব্যর্থ হয় মেন ইন ব্লু। এদিকে এশিয়া কাপে খেলতে গিয়ে চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এই টুর্নামেন্ট থেকে ভারতের প্রাপ্তি বলতে শুধু বিরাট কোহলির ফর্মে ফেরা। দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে শতরান হাঁকান কিং কোহলি।