T20 World Cup 2021: মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব

স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের প্রথম ম্যাচে এই নজির গড়লেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)।

T20 World Cup 2021: মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাকিব এখন সর্বোচ্চ উইকেটশিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 10:26 AM

ওমান: বাংলাদেশের তারকা অল রাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন। শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) ছাপিয়ে গেলেন সাকিব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সাকিব এখন সর্বোচ্চ উইকেটশিকারী।

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের টি-২০ ফর্ম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকার শীর্ষে ছিলেন লাসিথ মালিঙ্গা। ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। সাকিব নিজের ৮৯তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে স্কটল্যান্ডের দুই ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে ইতিহাস গড়লেন। সাকিবের নামের পাশে এখন টি-২০ উইকেট সংখ্যা ১০৮।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশেরে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের উইকেট নিয়ে সাকিব টপকে যান মালিঙ্গাকে। তিন ফর্ম্যাট মিলিয়ে সাকিবের নামের পাশে এখন আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৬০০। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৬০০ টি উইকেট নেওয়ার নজির গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তিনি ৮৩ ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন। এই তালিকার চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের শাহিদ আফ্রিদি (৯৯টি ম্যাচে ৯৮টি উইকেট) এবং আফগানিস্তানের রশিদ খান (৫১টি ম্যাচে ৯৫টি উইকেট)।

যদিও সাকিবের রেকর্ড গড়ার দিন টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশকে। রবিবার স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিরাটের জন্য বিশ্বকাপ জেতো: রায়না