দুবাই: বিশ্বকাপে বাংলাদেশের গতি প্রকৃতি খুব একটা ভালো নয়। যা পরিস্থিতি, তাতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর তার মধ্যেই খারাপ খবর। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আর খেলা হচ্ছে না বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। হ্যামস্ট্রিংয়ের চোটের (hamstring injury) কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অন্যতম ভরসা সাকিব। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বিশ্বকাপে আর নেই সাকিব।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ওই ঘনিষ্ঠ সূত্র বলেছেন, “সাকিবের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। স্ক্যানের পর বোঝা যাবে সেই চোট কতটা গুরুতর। ওই চোটের কারণেই ও টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেল।”
২ নভেম্বর, মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। সুপার-১২ (Super 12) -এ বাংলাদেশের ভাগ্যটা মোটেও ভালো যাচ্ছে না। হারের হ্যাটট্রিক করে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া প্রায় এক প্রকার নিশ্চিত করে ফেলেছেন মাহমুদুল্লাহরা। কাপ অভিযানে সুপার-১২ এ আর দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। সেই দুটিতে আবার দলের অন্যতম ভরসা সাকিবকে না পাওয়ার প্রভাব পড়তে পারে। একে বাংলাদেশ খুব একটা ভালো ছন্দে নেই। যতটুকু ভালো খেলছিলেন সাকিবই। ব্যাট ও বলে টিমকে টেনে সুপার-১২-তে তুলেছিলেন টিমকে। তারপর অবশ্য খুব একটা জ্বলে উঠতে পারেননি। তা না হলেও সাকিবের টিমে উপস্থিতিটাই বিপক্ষকে চাপে রাখে। এই আমিরশাহিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন তিনি। বাকি দুটো ম্যাচ সাকিবকে ছাড়াই খেলতে হয় তাঁকে।
আরও পড়ুন: India vs New Zealand Live Score, T20 World Cup 2021: রবিরাতে দুবাইতে বিরাট-কেন মহারণ