India vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: বিরাটদের কিউয়ি বধ হল না, ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

| Edited By: | Updated on: Oct 31, 2021 | 10:37 PM

India vs New Zealand Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: বিরাটদের কিউয়ি বধ হল না, ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ আপডেট

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর নবম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। কোহলিব্রিগেডের কাছে আজকের ম্যাচ ছিল কার্যত ডু অর ডাই ম্যাচ। টসে জিতে শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কিউয়ি নেতা উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল বিরাট কোহলির ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১২০ বলে ১১১ রান। টসে হারার পর ম্য়াচও হারল কোহলিরা। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলতে হয়নি কিউয়িদের। ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন উইলিয়ামসন।

এ বারের টুর্নামেন্টে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে আগেই অঘটন ঘটিয়ে ফেলেছিল ভারত। তার পর ৬দিনের বিশ্রাম কাটিয়ে রবিরাতে দুবাইতে উইলিয়ামসনদের বিরুদ্ধে নেমেছিল মেন ইন ব্লু। কিন্তু সেখানেও প্রাপ্তি নিরাশা। কিউয়িদের কাছে ৮ উইকেটে হারল ভারত। আরও যে পরিসংখ্যানের খাঁড়া ঝুলছিল রোহিতদের মাথার ওপর সেটাও বজায় রইলো। শেষ ১৮ বছরে আইসিসির কোনও টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। আজও সেই কলঙ্কের রেকর্ড ভাঙতে পারল না বিরাটবাহিনী।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 31 Oct 2021 10:27 PM (IST)

    ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

    ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন উইলিয়ামসন।

  • 31 Oct 2021 10:17 PM (IST)

    মিচেল আউট

    ১৩তম ওভারের চতুর্থ বলে আউট হলেন ড্যারিল মিচেল। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন মিচেল (৪৯)।

  • 31 Oct 2021 10:03 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৮৩/১

    খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬০ বলে ২৮ রান।

  • 31 Oct 2021 09:42 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৪৪ রান। ক্রিজে ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। ম্যাচ জিততে উইলিয়ামসনদের এখনও প্রয়োজন ৬৭ রান

  • 31 Oct 2021 09:40 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৩০/১

    ৫ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩০ রান। ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ৯০ বলে ৮১ রান

  • 31 Oct 2021 09:36 PM (IST)

    গাপ্টিল আউট

    চতুর্থ ওভারের চতুর্থ বলে জসপ্রীত বুমরা ফেরালেন মার্টিন গাপ্টিলকে। ২০ রান করে সাজঘরে ফিরলেন কিউয়ি ওপেনার।

  • 31 Oct 2021 09:30 PM (IST)

    ৩ ওভারে নিউজিল্যান্ড ১৮/০

    ৩ ওভারে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে  তুলেছে ১৮ রান।

  • 31 Oct 2021 09:19 PM (IST)

    রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড

    কিউয়িদের হয়ে ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল

  • 31 Oct 2021 09:08 PM (IST)

    ১১০ রানে থামল বিরাটের ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে বিরাট কোহলির ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১১১ রান।

  • 31 Oct 2021 09:04 PM (IST)

    ১৯ ওভারে ভারত ৯৯/৭

    খেলা বাকি শেষ ওভারের। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৯৯ রান।

  • 31 Oct 2021 09:02 PM (IST)

    শার্দূল আউট

    কোনও রান করেই মাঠ ছাড়লেন শার্দূল ঠাকুর। ট্রেন্ট বোল্টের ১৮তম ওভারের চতুর্থ বলে সোজা মার্টিন গাপ্টিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শার্দূল।

  • 31 Oct 2021 08:58 PM (IST)

    হার্দিক আউট

    ২৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ১৯ ওভারে বোল্টের প্রথম বলে বড় শট মারতে গিয়ে মার্টিন গাপ্টিলের হাতে উইকেট দিয়ে বসেন পান্ডিয়া।

  • 31 Oct 2021 08:56 PM (IST)

    ১৮ ওভারে ভারত ৯৪/৫

    অ্যাডাম মিলনের এই ওভার থেকে এসেছে ৮ রান। যার মধ্যে রয়েছে রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে একটি চার।

  • 31 Oct 2021 08:52 PM (IST)

    ১৭ ওভারে ভারত ৮৬/৫

    খেলা বাকি ৩ ওভারের। ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৮৬ রান। ১৭তম ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ৮ রান। যার মধ্যে রয়েছে হার্দিকের ব্যাট থেকে একটি চার।

  • 31 Oct 2021 08:47 PM (IST)

    ১৬ ওভারে ভারত ৭৮/৫

    ঈশ সোধি ১৬তম ওভারে দিয়েছেন ৫ রান। বড় শট খেলছেন না হার্দিক-জাডেজা। শেষ ৪ ওভারে কত রান তোলে ভারত সেদিকেই নজর থাকবে।

  • 31 Oct 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৭৩/৫

    খেলা বাকি ৫ ওভারের। এখনও শতরানে পৌঁছতে পারেনি ভারত। অ্যাডাম মিলনে ১৫তম ওভারে দিয়েছেন ৬ রান ও তুলে নিয়ে পন্থের গুরুত্বপূর্ণ উইকেট।

  • 31 Oct 2021 08:41 PM (IST)

    ঋষভ পন্থ আউট

    অ্যাডাম মিলনের বলে বোল্ড হলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ১৫তম ওভারের তৃতীয় বলে আউট হলেন পন্থ। ১২ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 31 Oct 2021 08:35 PM (IST)

    ১৪ ওভারে ভারত ৬৭/৪

    ঈশ সোধি ১৪তম ওভারে দিয়েছেন ৫ রান। চেনা ছন্দে দেখা যাচ্ছে না পন্থ-পান্ডিয়াকে।

  • 31 Oct 2021 08:31 PM (IST)

    ১৩ ওভারে ভারত ৬২/৪

    খেলা বাকি ৭ ওভারের। ১৩তম ওভারে টিম সাউদি দিয়েছেন ৪ রান।

    ঋষভ পন্থ ৯*, হার্দিক পান্ডিয়া ৮*

  • 31 Oct 2021 08:27 PM (IST)

    ১২ ওভারে ভারত ৫৮/৪

    মিচেল স্যান্টনার ১২তম ওভারে দিয়েছেন ৬ রান। পন্থ ব্যাট করছেন ৭ রানে। হার্দিক রয়েছেন ৭ রানে

  • 31 Oct 2021 08:23 PM (IST)

    ১১ ওভারে ভারত ৫২/৪

    ক্রিজে হার্দিক-ঋষভ। ঈশ সোধি ১১তম ওভারে দিয়েছেন ৪ রান ও তুলে নিয়ে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট।

  • 31 Oct 2021 08:20 PM (IST)

    বিরাট কোহলি আউট

    চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ঈশ সোধি তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। ৯ রান করে সাজঘরে ফিরলেন ভিকে।

  • 31 Oct 2021 08:17 PM (IST)

    ১০ ওভারে ভারত ৪৮/৩

    ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে, এখনও ৫০ রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। দশম ওভারে মিচেল স্যান্টনার দিয়েছেন ৫ রান। বিরাট ব্যাট করছেন ৯ রানে। পন্থ ব্যাট করছেন ৩ রানে।

  • 31 Oct 2021 08:15 PM (IST)

    ৯ ওভারে ভারত ৪৩/৩

    নবম ওভারে অ্যাডাম মিলনে দিয়েছেন মাত্র ২ রান। এখনও পর্যন্ত ১১ বল খেলে বিরাট করেছেন ৫ রান। অন্যদিকে ৫ বল খেলে পন্থ করেছেন ৫ রান
  • 31 Oct 2021 08:09 PM (IST)

    ৮ ওভারে ভারত ৪১/৩

    ক্রিজে বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ঈশ সোধি অষ্টম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান ও তুলে নিয়েছেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।

  • 31 Oct 2021 08:06 PM (IST)

    রোহিত আউট

    তৃতীয় উইকেট হারাল ভারত। ঈশ সোধি তুলে নিলেন রোহিত শর্মার উইকেট। ১৪ রান করে সাজঘরে ফিরলেন রোহিত।

  • 31 Oct 2021 08:03 PM (IST)

    ৭ ওভারে ভারত ৩৭/২

    মিচেল স্যান্টনার সপ্তম ওভারে দিয়েছেন মাত্র ২ রান। ক্রিজে বিরাট-রোহিত।

  • 31 Oct 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে দুই উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে ভারত। টিম সাউদি ষষ্ঠ ওভারে দিয়েছেন ৬ রান। ও পেয়েছেন একটি উইকেট। এই ওভারের প্রথম বলই বাউন্ডারিতে পাঠান রোহিত। তবে ওভারের পঞ্চম বলে আউট হন কেএল রাহুল।

  • 31 Oct 2021 07:59 PM (IST)

    কেএল রাহুল আউট

    টিম সাউদির ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উইকেট দিয়ে বসলেন কেএল রাহুল। ১৬ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেন লোকেশ রাহুল।

  • 31 Oct 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৯/১

    অ্যাডাম মিলনে এই ওভারে দিয়েছেন ১৫ রান। পঞ্চম ওভারের প্রথম বলে কেএল রাহুল একটি চার মারেন। তারপর ওই ওভারের শেষ দুই বলে রোহিতের ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।

  • 31 Oct 2021 07:50 PM (IST)

    ৪ ওভারে ভারত ১৪/১

    ক্রিজে রোহিত-রাহুল। চতুর্থ ওভারে স্যান্টনার দিয়েছেন মাত্র ২ রান। রোহিত শর্মা ৬ বল খেলে ২ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন লোকেশ রাহুল।

  • 31 Oct 2021 07:45 PM (IST)

    ৩ ওভারে ভারত ১২/১

    তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ৬ রান, পেয়েছেন একটি উইকেট। কেএল রাহুল ব্যাট করছেন ৭ রানে। ঈশান কিষাণ ফেরার পর ক্রিজে নতুন ব্যাটার রোহিত শর্মা। হিটম্যান রয়েছেন ১ রানে। তৃতীয় ওভারের শেষ বলে একটুর জন্য অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিতে বসছিলেন রোহিত। মিলনে ক্যাচ হাতছাড়া করায় গেমে টিকে রইলেন রোহিত।

  • 31 Oct 2021 07:44 PM (IST)

    ঈশান কিষাণ আউট

    তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের পঞ্চম বলে বাউন্ডারিতে বল পাঠাতে গিয়ে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ঈশান কিষাণ।

  • 31 Oct 2021 07:39 PM (IST)

    ২ ওভারে ভারত ৬/০

    দ্বিতীয় ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। দ্বিতীয় ওভারে কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে একটি চার।

  • 31 Oct 2021 07:34 PM (IST)

    ১ ওভারে ভারত ১/০

    ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন। চারটি বল খেলেও কোনও রান নিতে পারেননি ঈশান কিষাণ। ১ রান করেছেন কেএল রাহুল।

  • 31 Oct 2021 07:31 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও কেএল রাহুল। রোহিত প্রথম একাদশে থাকলেও তিনি ওপেনিংয়ে নামলেন না। আজ নতুন ওপেনিং জুটিতে বাজিমাত করতে চাইছে ভারত।

  • 31 Oct 2021 07:17 PM (IST)

    কিউয়িদের প্রথম একাদশ

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

  • 31 Oct 2021 07:13 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুই পরিবর্তন। সূর্যকুমার যাদব পিঠে ব্যাথার জন্য এই ম্যাচে নেই। দলে যোগ দিয়েছেন ঈশান কিষাণ। এবং ভুবনেশ্বর কুমারের বদলে দলে রাখা হয়েছে শার্দূল ঠাকুরকে।

    ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।

  • 31 Oct 2021 07:12 PM (IST)

    বিসিসিআইয়ের মেডিকেল আপডেট

    সূর্যকুমার যাদবের পিঠে ব্যাথার কারণে বিসিসিআইয়ের (BCCI) মেডিকেল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলেছে। যার ফলে তিনি হোটেলে ফিরে গিয়েছেন।

  • 31 Oct 2021 07:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল নিউজিল্যান্ড।

    টসে জিতে শুরুতে বিরাটদের ব্যাট করতে পাঠালেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন

  • 31 Oct 2021 06:37 PM (IST)

    দুবাইয়ের পিচের দর্শন করাল বিসিসিআই

    দেখুন কোন পিচে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের খেলা হবে—

  • 31 Oct 2021 06:34 PM (IST)

    বিরাট-কেন দ্বৈরথের জন্য দুবাইতে হাজির কিউয়িরা

  • 31 Oct 2021 06:33 PM (IST)

    কিউয়িদের বিরুদ্ধে মহারণের জন্য তৈরি মেন ইন ব্লু

  • 31 Oct 2021 06:31 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্য ৮ বার করে জিতেছে ভারত ও নিউজিল্যান্ড। একটি ম্যাচের ফয়সলা হয়নি। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ২ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। তাতে দু’বারই জিতেছে কিউয়িরা। দুবাইতে রবিরাতে ২ পয়েন্ট তুলে নেবে কারা, সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।

Published On - Oct 31,2021 6:31 PM

Follow Us: