India vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: বিরাটদের কিউয়ি বধ হল না, ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
India vs New Zealand Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত (India) বনাম নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর নবম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। কোহলিব্রিগেডের কাছে আজকের ম্যাচ ছিল কার্যত ডু অর ডাই ম্যাচ। টসে জিতে শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কিউয়ি নেতা উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল বিরাট কোহলির ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১২০ বলে ১১১ রান। টসে হারার পর ম্য়াচও হারল কোহলিরা। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলতে হয়নি কিউয়িদের। ৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন উইলিয়ামসন।
এ বারের টুর্নামেন্টে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে আগেই অঘটন ঘটিয়ে ফেলেছিল ভারত। তার পর ৬দিনের বিশ্রাম কাটিয়ে রবিরাতে দুবাইতে উইলিয়ামসনদের বিরুদ্ধে নেমেছিল মেন ইন ব্লু। কিন্তু সেখানেও প্রাপ্তি নিরাশা। কিউয়িদের কাছে ৮ উইকেটে হারল ভারত। আরও যে পরিসংখ্যানের খাঁড়া ঝুলছিল রোহিতদের মাথার ওপর সেটাও বজায় রইলো। শেষ ১৮ বছরে আইসিসির কোনও টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। আজও সেই কলঙ্কের রেকর্ড ভাঙতে পারল না বিরাটবাহিনী।
LIVE Cricket Score & Updates
-
৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
৩৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.৩ ওভারে দলকে কাঙ্খিত জয় এনে দিলেন উইলিয়ামসন।
A sparkling performance from New Zealand ✨#T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/OO7D1fSreV
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
মিচেল আউট
১৩তম ওভারের চতুর্থ বলে আউট হলেন ড্যারিল মিচেল। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন মিচেল (৪৯)।
-
-
১০ ওভারে নিউজিল্যান্ড ৮৩/১
খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ৬০ বলে ২৮ রান।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৪৪ রান। ক্রিজে ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। ম্যাচ জিততে উইলিয়ামসনদের এখনও প্রয়োজন ৬৭ রান
-
৫ ওভারে নিউজিল্যান্ড ৩০/১
৫ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩০ রান। ম্যাচ জিততে কিউয়িদের প্রয়োজন ৯০ বলে ৮১ রান
-
-
গাপ্টিল আউট
চতুর্থ ওভারের চতুর্থ বলে জসপ্রীত বুমরা ফেরালেন মার্টিন গাপ্টিলকে। ২০ রান করে সাজঘরে ফিরলেন কিউয়ি ওপেনার।
Martin Guptill goes for 20 caught from the bowling of Bumrah. Kane Williamson joins Daryl Mitchell 1* in the 4th over. 24/1 in Dubai. LIVE scoring | https://t.co/VFvqgNFGXd #T20WorldCup pic.twitter.com/uCZSvJS61l
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
-
৩ ওভারে নিউজিল্যান্ড ১৮/০
৩ ওভারে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে তুলেছে ১৮ রান।
-
রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড
কিউয়িদের হয়ে ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল
-
১১০ রানে থামল বিরাটের ভারত
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে বিরাট কোহলির ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ১১১ রান।
India end up with a score of 110/7.
Will it prove to be enough? #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/p9u8AnfEwq
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
১৯ ওভারে ভারত ৯৯/৭
খেলা বাকি শেষ ওভারের। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৯৯ রান।
-
শার্দূল আউট
কোনও রান করেই মাঠ ছাড়লেন শার্দূল ঠাকুর। ট্রেন্ট বোল্টের ১৮তম ওভারের চতুর্থ বলে সোজা মার্টিন গাপ্টিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শার্দূল।
-
হার্দিক আউট
২৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ১৯ ওভারে বোল্টের প্রথম বলে বড় শট মারতে গিয়ে মার্টিন গাপ্টিলের হাতে উইকেট দিয়ে বসেন পান্ডিয়া।
Hardik Pandya fails to get any elevation and holes out in the deep.
He is gone for 23 as Boult gets his second. #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/K0XXLes2qa
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
১৮ ওভারে ভারত ৯৪/৫
অ্যাডাম মিলনের এই ওভার থেকে এসেছে ৮ রান। যার মধ্যে রয়েছে রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে একটি চার।
-
১৭ ওভারে ভারত ৮৬/৫
খেলা বাকি ৩ ওভারের। ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৮৬ রান। ১৭তম ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ৮ রান। যার মধ্যে রয়েছে হার্দিকের ব্যাট থেকে একটি চার।
-
১৬ ওভারে ভারত ৭৮/৫
ঈশ সোধি ১৬তম ওভারে দিয়েছেন ৫ রান। বড় শট খেলছেন না হার্দিক-জাডেজা। শেষ ৪ ওভারে কত রান তোলে ভারত সেদিকেই নজর থাকবে।
-
১৫ ওভারে ভারত ৭৩/৫
খেলা বাকি ৫ ওভারের। এখনও শতরানে পৌঁছতে পারেনি ভারত। অ্যাডাম মিলনে ১৫তম ওভারে দিয়েছেন ৬ রান ও তুলে নিয়ে পন্থের গুরুত্বপূর্ণ উইকেট।
-
ঋষভ পন্থ আউট
অ্যাডাম মিলনের বলে বোল্ড হলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ১৫তম ওভারের তৃতীয় বলে আউট হলেন পন্থ। ১২ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
Bowled him ?
Milne with a scorcher to get the wicket of Pant.
India lose half their side. #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/sPVajKkKpX
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
১৪ ওভারে ভারত ৬৭/৪
ঈশ সোধি ১৪তম ওভারে দিয়েছেন ৫ রান। চেনা ছন্দে দেখা যাচ্ছে না পন্থ-পান্ডিয়াকে।
-
১৩ ওভারে ভারত ৬২/৪
খেলা বাকি ৭ ওভারের। ১৩তম ওভারে টিম সাউদি দিয়েছেন ৪ রান।
ঋষভ পন্থ ৯*, হার্দিক পান্ডিয়া ৮*
-
১২ ওভারে ভারত ৫৮/৪
মিচেল স্যান্টনার ১২তম ওভারে দিয়েছেন ৬ রান। পন্থ ব্যাট করছেন ৭ রানে। হার্দিক রয়েছেন ৭ রানে
-
১১ ওভারে ভারত ৫২/৪
ক্রিজে হার্দিক-ঋষভ। ঈশ সোধি ১১তম ওভারে দিয়েছেন ৪ রান ও তুলে নিয়ে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট।
-
বিরাট কোহলি আউট
চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ঈশ সোধি তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। ৯ রান করে সাজঘরে ফিরলেন ভিকে।
Kohli is gone ☝️
Trying to up the ante, he attempts a big one against Sodhi but fails.
He is dismissed for 9.#T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/PiOAQJGwjz
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
১০ ওভারে ভারত ৪৮/৩
১০ ওভারের খেলা হয়ে গিয়েছে, এখনও ৫০ রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। দশম ওভারে মিচেল স্যান্টনার দিয়েছেন ৫ রান। বিরাট ব্যাট করছেন ৯ রানে। পন্থ ব্যাট করছেন ৩ রানে।
-
৯ ওভারে ভারত ৪৩/৩
নবম ওভারে অ্যাডাম মিলনে দিয়েছেন মাত্র ২ রান। এখনও পর্যন্ত ১১ বল খেলে বিরাট করেছেন ৫ রান। অন্যদিকে ৫ বল খেলে পন্থ করেছেন ৫ রান -
৮ ওভারে ভারত ৪১/৩
ক্রিজে বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ঈশ সোধি অষ্টম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান ও তুলে নিয়েছেন রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট।
-
রোহিত আউট
তৃতীয় উইকেট হারাল ভারত। ঈশ সোধি তুলে নিলেন রোহিত শর্মার উইকেট। ১৪ রান করে সাজঘরে ফিরলেন রোহিত।
New Zealand on ?
Rohit Sharma is now gone for 14.
Sodhi celebrates a big scalp. #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/CDRoQaZios
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
৭ ওভারে ভারত ৩৭/২
মিচেল স্যান্টনার সপ্তম ওভারে দিয়েছেন মাত্র ২ রান। ক্রিজে বিরাট-রোহিত।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র মধ্যে দুই উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে ভারত। টিম সাউদি ষষ্ঠ ওভারে দিয়েছেন ৬ রান। ও পেয়েছেন একটি উইকেট। এই ওভারের প্রথম বলই বাউন্ডারিতে পাঠান রোহিত। তবে ওভারের পঞ্চম বলে আউট হন কেএল রাহুল।
Tim Southee strikes in the final over of the Power Play to remove KL Rahul. Daryl Mitchell with the catch in the deep again. India 35/2. LIVE scoring | https://t.co/VFvqgNFGXd #T20WorldCup pic.twitter.com/Xl3ZNMv2P6
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
-
কেএল রাহুল আউট
টিম সাউদির ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উইকেট দিয়ে বসলেন কেএল রাহুল। ১৬ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেন লোকেশ রাহুল।
KL Rahul is gone for 18 ☝️
Southee bowls a short delivery which the opener connects well with but can't clear the fielder at the boundary. #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/Vkx3u7ZTP4
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
৫ ওভারে ভারত ২৯/১
অ্যাডাম মিলনে এই ওভারে দিয়েছেন ১৫ রান। পঞ্চম ওভারের প্রথম বলে কেএল রাহুল একটি চার মারেন। তারপর ওই ওভারের শেষ দুই বলে রোহিতের ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।
-
৪ ওভারে ভারত ১৪/১
ক্রিজে রোহিত-রাহুল। চতুর্থ ওভারে স্যান্টনার দিয়েছেন মাত্র ২ রান। রোহিত শর্মা ৬ বল খেলে ২ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন লোকেশ রাহুল।
-
৩ ওভারে ভারত ১২/১
তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্ট দিয়েছেন ৬ রান, পেয়েছেন একটি উইকেট। কেএল রাহুল ব্যাট করছেন ৭ রানে। ঈশান কিষাণ ফেরার পর ক্রিজে নতুন ব্যাটার রোহিত শর্মা। হিটম্যান রয়েছেন ১ রানে। তৃতীয় ওভারের শেষ বলে একটুর জন্য অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিতে বসছিলেন রোহিত। মিলনে ক্যাচ হাতছাড়া করায় গেমে টিকে রইলেন রোহিত।
-
ঈশান কিষাণ আউট
তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের পঞ্চম বলে বাউন্ডারিতে বল পাঠাতে গিয়ে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ঈশান কিষাণ।
New Zealand's disciplined bowling pays off ?
Ishan Kishan flicks one straight to the fielder in the deep.
He is gone for 4 as Boult gets the wicket. #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/iUwPa3lVih
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
২ ওভারে ভারত ৬/০
দ্বিতীয় ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। দ্বিতীয় ওভারে কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে একটি চার।
-
১ ওভারে ভারত ১/০
ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন। চারটি বল খেলেও কোনও রান নিতে পারেননি ঈশান কিষাণ। ১ রান করেছেন কেএল রাহুল।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও কেএল রাহুল। রোহিত প্রথম একাদশে থাকলেও তিনি ওপেনিংয়ে নামলেন না। আজ নতুন ওপেনিং জুটিতে বাজিমাত করতে চাইছে ভারত।
3⃣, 2⃣, 1⃣ & LET'S GO! #TeamIndia #T20WorldCup #INDvNZ
Follow the match ▶️ https://t.co/ZXELFVZhDp pic.twitter.com/hmH3zebJSl
— BCCI (@BCCI) October 31, 2021
-
কিউয়িদের প্রথম একাদশ
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
A toss win for skipper Kane Williamson and he's opted to bowl against India in Dubai. Follow play LIVE in NZ with @sparknzsport and @SENZ_Radio with highlights on @sparknzsport. #T20WorldCup pic.twitter.com/wjBjNflKzQ
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
-
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুই পরিবর্তন। সূর্যকুমার যাদব পিঠে ব্যাথার জন্য এই ম্যাচে নেই। দলে যোগ দিয়েছেন ঈশান কিষাণ। এবং ভুবনেশ্বর কুমারের বদলে দলে রাখা হয়েছে শার্দূল ঠাকুরকে।
ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা।
? Team News ?
2⃣ changes for #TeamIndia as Ishan Kishan & Shardul Thakur are named in the team. #T20WorldCup #INDvNZ
Follow the match ▶️ https://t.co/ZXELFVZhDp
Here's our Playing XI ? pic.twitter.com/6xDKILf9lr
— BCCI (@BCCI) October 31, 2021
-
বিসিসিআইয়ের মেডিকেল আপডেট
সূর্যকুমার যাদবের পিঠে ব্যাথার কারণে বিসিসিআইয়ের (BCCI) মেডিকেল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলেছে। যার ফলে তিনি হোটেলে ফিরে গিয়েছেন।
? UPDATE: Suryakumar Yadav complained of back spasms. He has been advised rest by the BCCI Medical Team and has stayed back at the team hotel.#TeamIndia #T20WorldCup #INDvNZ
— BCCI (@BCCI) October 31, 2021
-
টস আপডেট
টসে জিতল নিউজিল্যান্ড।
টসে জিতে শুরুতে বিরাটদের ব্যাট করতে পাঠালেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন
Kane Williamson has won the toss and elected to field ? #T20WorldCup | #INDvNZ | https://t.co/dJpWyk0E0j pic.twitter.com/aMZFGrCSba
— T20 World Cup (@T20WorldCup) October 31, 2021
-
দুবাইয়ের পিচের দর্শন করাল বিসিসিআই
দেখুন কোন পিচে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের খেলা হবে—
Hello from Dubai for #TeamIndia's #T20WorldCup clash against New Zealand ?
? A look at the pitch for the #INDvNZ contest ? pic.twitter.com/9jHSR7xsqA
— BCCI (@BCCI) October 31, 2021
-
বিরাট-কেন দ্বৈরথের জন্য দুবাইতে হাজির কিউয়িরা
Arrival time in Dubai. #T20WorldCup #NewZealand pic.twitter.com/ZPGs63WSk1
— BLACKCAPS (@BLACKCAPS) October 31, 2021
-
কিউয়িদের বিরুদ্ধে মহারণের জন্য তৈরি মেন ইন ব্লু
We. Are. Ready! #TeamIndia #T20WorldCup #INDvNZ pic.twitter.com/23T2wZwTWa
— BCCI (@BCCI) October 31, 2021
-
নজর রাখুন হেড টু হেডে
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্য ৮ বার করে জিতেছে ভারত ও নিউজিল্যান্ড। একটি ম্যাচের ফয়সলা হয়নি। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে ২ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। তাতে দু’বারই জিতেছে কিউয়িরা। দুবাইতে রবিরাতে ২ পয়েন্ট তুলে নেবে কারা, সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।
Published On - Oct 31,2021 6:31 PM