IPL: আর্শদীপকে স্বাভাবিক বোলিং করার পরামর্শ সামির

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 05, 2021 | 12:54 PM

আর্শদীপ বলেন, 'দলে মহম্মদ সামির উপস্থিতি আমাকে অনেক সাহায্য করেছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। অনেকেই পরামর্শ দেয়, এই করো ওই করো। কিন্তু সামি আমাকে স্বাভাবিক বোলিং করার পরামর্শ দেয়। আমার যে ডেলিভারিতে সুবিধে সেটাই করতে বলে ও।'

IPL: আর্শদীপকে স্বাভাবিক বোলিং করার পরামর্শ সামির
আর্শদীপ সিং। ছবি: টুইটার

Follow Us

দুবাই: আইপিএলে হইচই ফেলে দিয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। পঞ্জাব কিংসের (Punjab Kings) পেসার দুরন্ত পারফর্ম করে চলেছেন। চলতি আইপিএলে (IPL) এখনও পর্যন্ত ১৬টা উইকেটও নিয়ে ফেলেছেন আর্শদীপ। কিন্তু তাঁর এই সাফল্যের চাবিকাঠি একজনের হাতেই। তিনি মহম্মদ সামি।

ডেথ ওভারে পঞ্জাব কিংসের হয়ে ভরসা দিচ্ছেন আর্শদীপ সিং। পঞ্জাব তনয় বলেন, ‘ডেথ ওভারে বোলিং করতে উপভোগ করি আমি। কোচ যশবন্ত রাইয়ের পরামর্শ মেনেই বোলিং করে যাই। পিচে একটা কোণ রেখে বোলিং অনুশীলন করতাম। নতুন বল দিয়ে অনুশীলন করার সময় ওই কোণে লাগানোর চেষ্টা করতাম। একই কাটার এবং শেষ দিকে ইয়র্কার ডেলিভারি অভ্যাস করতাম।’ এর সঙ্গে যোগ করে আর্শদীপ বলেন, ‘দলে মহম্মদ সামির উপস্থিতি আমাকে অনেক সাহায্য করেছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। অনেকেই পরামর্শ দেয়, এই করো ওই করো। কিন্তু সামি আমাকে স্বাভাবিক বোলিং করার পরামর্শ দেয়। আমার যে ডেলিভারিতে সুবিধে সেটাই করতে বলে ও।’

শ্রীলঙ্কা সফরে নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে গিয়েছিলেন। আর সেটা অনেক কাজে লেগেছে। আর্শদীপ বলেন, ‘রাহুল স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময়েও ওর কাছ থেকে শিখেছি। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। রাহুল স্যারের গেম রিডিং খুব ভালো। ওর কাছ থেকে যতটা বেশি শিখে নেওয়ার চেষ্টা করি।’
আইপিএলে ২৬ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। তাঁর পিছনেই রয়েছেন আবেশ খান। ১৮ উইকেট নিয়েছেন মহম্মদ সামি। আর্শদীপের ঝুলিতে ১৬ উইকেট। ভারতীয় বোলাররা যা পারফর্ম করছেন আইপিএলে তা ঈর্ষণীয়।

 

আরও পড়ুন: বোঞ্জ জেতার পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছিল রুপিন্দর: মনপ্রীত

Next Article