মেলবোর্ন: চোখের সামনে সন্তানের নিথর দেহ দেখলে কোনও বাবা-মা’ই নিজেকে ঠিক রাখতে পারেন না। যাঁরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাঁরাই একমাত্র জানে এর বেদনা। সন্তানের মৃত্যুকে কাছ থেকে দেখা যে কোনও বাবা-মায়ের কাছেই মর্মান্তিক। সেটা যেই বয়সেই হোক না কেন। গত শুক্রবার শেন ওয়ার্ন (Shane Warne) ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়ে চলে গিয়েছেন। প্রায় এক সপ্তাহ পর তাঁর মরদেহ ফিরে এসেছে মেলবোর্নে। ময়নাতদন্তে জানানো হয়েছে ওয়ার্নের স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিংবদন্তি স্পিনারের পরিবারও সেই রিপোর্ট মেনে নিয়েছে। তাইল্যান্ড থেকে ৯ ঘণ্টার বিমানে মেলবোর্নে পৌঁছায় ওয়ার্নের মরদেহ। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি স্পিনার। ছুটি কাটাতে তাইল্যান্ডে গিয়েছিলেন ওয়ার্ন। রড মার্শ মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও টুইট করে সমবেদনা জানিয়েছিলেন। কিন্তু তার কয়েক ঘণ্টা বাদেই বিশ্ব ক্রিকেটে নেমে আসে অন্ধকার।
বিমানবন্দরে উপস্থিত ছিল শেন ওয়ার্নের পরিবার। ওয়ার্নের মা ব্রিগিটও ছিলেন বিমানবন্দরে। সাদা গোলাপ নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছিলেন ওয়ার্নের মা। ছেলের কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন ব্রিগিট। ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন নিজের ইনস্টাগ্রামে বিমানবন্দরের সেই ছবি পোস্ট করেন।
Shane Warne’s coffin draped in an Australian flag in Bangkok, as he begins his final, tragic journey home. ? pic.twitter.com/naxy39m8sC
— Jennifer Bechwati (@jenbechwati) March 10, 2022
অস্ট্রেলিয়ার পতাকায় মুড়ে ওয়ার্নের মরদেহকে তাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হয়। ৩০ মার্চ মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া সরকার। কিংবদন্তি স্পিনারকে শেষ বারের জন্য দেখতে বিশেষ আয়োজনও করা হয়েছে। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক লাখ দর্শকের সামনেই হবে ওয়ার্নের বিদায়। যে মেলবোর্নে স্পিনের জাদুকরের একের পর এক বিধ্বংসী স্পেল দেখেছে ক্রিকেটদুনিয়া, সেই মেলবোর্নেই ওয়ার্নকে জানানো হবে শেষ শ্রদ্ধা। ওয়ার্ন ভক্তদের জন্য আয়োজনের কোনও ত্রুটি রাখছে না অস্ট্রেলিয়া সরকার।
পরের সপ্তাহে ওয়ার্নের পরিবারের তরফ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের লোকজনরা।