David Warner: মানকড় আউট নিয়ে অন্য মত ওয়ার্নারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 11, 2022 | 1:34 PM

পাকিস্তানের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের জন্য এখন বাবর আজমদের দেশে রয়েছেন ডেভিড ওয়ার্নার। শনিবার হতে চলা দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্নার মানকড় আউট নিয়ে নিজের বক্তব্য জানালেন।

David Warner: মানকড় আউট নিয়ে অন্য মত ওয়ার্নারের
David Warner: মানকড় আউট নিয়ে অন্য মত ওয়ার্নারের (ছবি-টুইটার)

Follow Us

করাচি: এমসিসির (MCC) তরফ থেকে ক্রিকেটের আইনে ৯ টি নতুন পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের অক্টোবর মাস থেকে এই আইনগুলো কার্যকর হতে চলেছে। এতদিন মাঁকড়ীয় (Mankad) আউটকে স্পিরিট অব ক্রিকেটের বিপক্ষে বলা হত। কিন্তু এ বার থেকে তা আর অনৈতিক নয়। এই আউট এ বার থেকে রান আউট হিসেবে গণ্য হবে। এই আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা এই আইনের বিরুদ্ধে। যেমন- ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) যেমন এমসিসির এই নতুন আইনের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)

পাকিস্তানের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের জন্য এখন বাবর আজমদের দেশে রয়েছেন ডেভিড ওয়ার্নার। শনিবার হতে চলা দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্নার মানকড় আউট নিয়ে নিজের বক্তব্য জানালেন। ওয়ার্নার বলেন, “আমি এখনও মনে করি খেলার ইতিহাসে এটি ক্রিকেটের একটি স্পিরিট। আমার মনে হয় না প্লেয়ারদের কাছ থেকে এটা আশা করা উচিত।”

তিনি আরও বলেন, “আমি এই সত্যিটার সঙ্গে একমত, যদি আপনি ব্যাক আপ করেন, এবং আপনি আপনার ক্রিজের থেকে অনেকটা বাইরে থাকেন (আপনি ন্যায্য খেলছেন)। আমি মনে করি এটি প্রধাণত সাদা বলের ক্রিকেটে ৫০ ওভারের খেলার শেষে বেশি ঘটেছিল, কিংবা স্পষ্টতই টি-টোয়েন্টি ক্রিকেটেও আমরা এটি দেখেছি। তবে দিনের শেষে, একজন ব্যাটসম্যান হিসাবে আপনাকে আপনার ক্রিজেই থাকতে হবে।”

ওয়ার্নারের মতে, ব্যাটসম্যানরা যদি এমনভাবে আউট হয়ে যায় তবে তাঁদেরই দোষ দিতে হবে। তিনি বলেন, “এতে কোন সন্দেহ নেই, এবং আপনি যদি এতটা বোকা হয়ে থাকেন যে এভাবে ক্যাচ আউট হন এবং রান আউট হন, তবে এটি আপনার নিজের দোষ। বোলার বল ফেলার আগে আপনাকে ক্রিজের বাইরে বেশিদূর যেতে নিষেধ করা হয়েছে, তাই এটা করবেন না।”

আরও পড়ুন: MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন

আরও পড়ুন: বলে থুতু ব্যবহার নিষিদ্ধ, মানকড় আউটকে বৈধতা এমসিসির

আরও পড়ুন: IPL 2022: আরসিবি ফ্যানদের বিরাট বার্তা কোহলির

Next Article