কলকাতা: সাফল্য কখন কার হাতে ধরা দেবে তা কেউ বলতে পারে না। তবে পরিশ্রমের বিকল্প নেই, তা বার বার প্রমাণিত হয়েছে। আইপিএল ২০২৪ (IPL 2024) এর নিলামের পর শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) নাম নিয়ে খুব আলোচনা হচ্ছিল। না, তিনি অনেক কোটি টাকায় টিম পাননি। তাঁকে নিয়ে আলোচনা হচ্ছিল কারণ, জানা গিয়েছিল প্রীতি জিন্টা ভুল করে নাকি শশাঙ্ককে কিনে ফেলেছিলেন। সে দিনের সেই ‘ভুলের’ ফল আজ পেলেন প্রীতি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শশাঙ্কের অনবদ্য ইনিংসের সৌজন্যে ৩ উইকেটে ম্যাচ জিতেছে পঞ্জাব কিংস। ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরে মাঠ ছেড়েছেন শশাঙ্ক।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে শশাঙ্ক সিং বলেন, ‘এখনও একটা ঘোরের মধ্যে রয়েছি। আমি এমনটা দেখেছি অনেক বার, কিন্তু বাস্তবে তা রূপান্তরিত করতে পেরে দুর্দান্ত লাগছে। আমি ক্রিকেটিং শট খেলি, ৭ নম্বরে ব্যাট করি, কিন্তু আজ আমি ৫ নম্বরে ব্যাটিং করেছি। বাউন্স খুব ভালো ছিল, দুটো দলই ২০০ রান করেছে। উইকেটটাও দুর্দান্ত ছিল।’
রশিদ খান, উমেশ যাদব, মোহিত শর্মার মতো বোলারদের তোয়াক্কা করেননি শশাঙ্ক সিং। মাত্র ২৯ বলে ৬১ নট আউট করা শশাঙ্ক জানিয়েছেন, তিনি বোলার দেখেন না, নিজের মতো শট খেলেন। তাঁর কথায়, ‘ওরা ক্রিকেটের কিংবদন্তি। আমি বোলারের নাম দেখি না, বল অনুযায়ী নিজের শট খেলি। কিন্তু যখন ব্যাট হাতে নামি তখন মনে করি আমিই সেরা। এখানে সাপোর্ট স্টাফ ও কোচেরা আমাকে সমর্থন করে। আমি যে কারণে আত্মবিশ্বাস পেয়েছি।’
১ বল বাকি থাকতেই লেগ বাইয়ের ফলে জিতে যায় পঞ্জাব কিংস। কিন্তু সেই সময় শুভমন গিল রিভিউ নেন। আর যে সময় শেষ ডিআরএস চেক হচ্ছিল, তখন মাঠ ছেড়ে বেরিয়ে যান পঞ্জাবের ক্রিকেটাররা। বাউন্ডারি লাইনের সামনে সেলিব্রেশন শুরু করে দেন পঞ্জাবের। প্রীতির টিমের ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাতে থাকেন। সেই সময় শশাঙ্ককে কোলে তুলে নেন পঞ্জাবের ক্রিকেট ডেভেলপমেন্টের হেড সঞ্জয় বাঙ্গার। তার কিছুক্ষণ পর পঞ্জাবের মালকিন প্রীতিও হাসতে হাসতে কথা বলেন শশাঙ্কের সঙ্গে।
গত বছর দুবাইয়ে অ্যাক্সেলেরেটেড অকশনের সময় আনক্যাপড ভারতীয় ক্রিকেটার শশাঙ্ক সিংকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে শশাঙ্কের অভিষেক হয়েছিল। মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ছত্তিশগড়ের ব্যাটিং অলরাউন্ডার। এ বার পঞ্জাবের জার্সিতে এখনও অবধি ৪টি ম্যাচে খেললেন তিনি।