Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার ধাওয়ানের ১০ হাজার রান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 19, 2021 | 3:51 PM

প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের যেন রেকর্ডের ছড়াছড়ি।

Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার ধাওয়ানের ১০ হাজার রান
Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার ধাওয়ানের ১০ হাজার রান (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটে (international cricket) ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করলেন শ্রীলঙ্কা সফরে থাকা ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের প্রথম ওয়ান ডে-তে এই রেকর্ড গড়লেন ধাওয়ান।

প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের যেন রেকর্ডের ছড়াছড়ি। এদিনের ম্যাচে ৩টি মাইলস্টোন স্পর্শ করেছেন ধাওয়ান।

প্রথমত, আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান।
দ্বিতীয়ত, ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান।
তৃতীয়ত, শ্রীলঙ্কার বিরুদ্ধে সব থেকে কম ইনিংসে ১০০০ ওয়ান ডে রান করার রেকর্ডও গড়লেন ভারতীয় ক্রিকেটের গব্বর।

দাসুন শানাকাদের বিরুদ্ধে অপরাজিত থেকে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের তালিকায় ধাওয়ানের আগে রয়েছেন চার ভারতীয় ক্রিকেটার। তাঁরা হলেন, বীরেন্দ্র সেওয়াগ, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর ও রোহিত শর্মা।

ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় ধাওয়ান রয়েছেন ১০ নম্বরে। এর আগে এই নজির গড়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র সেওয়াগ ও যুবরাজ সিং।

শিখর ধাওয়ানের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সব থেকে কম ইনিংসে ১০০০ ওয়ান ডে রান করার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে। মহারাজের ২০ টি ইনিংস লেগেছিল লঙ্কানদের বিরুদ্ধে ১০০০ ওয়ান ডে রান করতে। সেখানে গব্বরের লেগেছে ১৭টি ইনিংস।

আরও পড়ুন: IND vs SL 1st ODI Highlights: জয় দিয়ে সিরিজ শুরু করল গব্বরের পল্টন

Next Article