Shivam Dube: প্রথম বার ডাক পেয়েই ছিটকে গেলেন ফিনিশার, পরিবর্ত শিবম দুবে

Jun 26, 2024 | 9:12 PM

India tour of Zimbabwe: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়া হয়েছে। এর মধ্যে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিধ্বংসী পারফর্ম করা নীতীশ রেড্ডি।

Shivam Dube: প্রথম বার ডাক পেয়েই ছিটকে গেলেন ফিনিশার, পরিবর্ত শিবম দুবে
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যেমন ব্যাট হাতে নজর কেড়েছেন, বল হাতেও ভরসা দিয়েছেন। ফিল্ডিংয়েও দুর্দান্ত। যার সৌজন্যে সদ্য জাতীয় দলে ডাক পেয়েছিলেন। একদিনের মধ্যেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন উঠতি ফিনিশার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়া হয়েছে। এর মধ্যে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিধ্বংসী পারফর্ম করা নীতীশ রেড্ডি। বিরাট কোহলির ফ্যান এই তরুণ অলরাউন্ডার প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছিলেন।

ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, চোটের জন্য় ছিটকে গিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোটের উপর নজর রাখবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমেই অভিষেক হয়েছে নীতীশের। ১৩ ম্যাচে ৩০৩ রান করেছেন। দুটি হাফসেঞ্চুরিও রয়েছে। উইকেট নিয়েছেন তিনটি। পাঁচটি ক্যাচ। ফিনিশারের ভূমিকাতেই দেখা হচ্ছিল তাঁকে। কিন্তু আনন্দ দার্ঘস্থায়ী হল না। জাতীয় দলে সুযোগ পাওয়ার একদিনের মধ্যেই চোটের কারণে ছিটকে যেতে হল।

নীতীশের পরিবর্ত হিসেবে শিবম দুবেকে জিম্বাবোয়ে সফরের স্কোয়াডে যোগ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন শিবম দুবে। হাতে গোনা ম্যাচে রান পেলেও তাঁর স্ট্রাইকেরট চিন্তায় রেখেছে। বিশেষ করে তাঁকে যে ভূমিকায় নেওয়া হয়েছে, অর্থাৎ ফিনিশারের ভূমিকা পালন করতে ব্যর্থ। জিম্বাবোয়ে সফর যেন তাঁর কাছে আগামীর পরীক্ষা।

ভারতের স্কোয়াড: শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, শিবম দুবে

Next Article