Shoaib Akhtar: ইংল্যান্ডকে টপকাতে পারবে তো ভারত, প্রশ্ন তুলে দিলেন কোন পাক ক্রিকেটার?

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 10, 2022 | 1:55 PM

T20 World Cup: টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাক দ্বৈরত দেখতে চাইলেও ভারতের ফাইনালে যাওয়া নিয়ে শোয়েবের সংশয় রয়েছে।

Shoaib Akhtar: ইংল্যান্ডকে টপকাতে পারবে তো ভারত, প্রশ্ন তুলে দিলেন কোন পাক ক্রিকেটার?
শোয়েব আখতার

Follow Us

ইসলামাবাদ: নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। তার পর থেকেই আবেগে ভাসছেন পাক ক্রিকেট সমর্থকরা। বৃহস্পতিবার ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে যে জিতবে তাদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই আবহে সে দেশের এক টিভি চ্যানেলে নিজের মতামত জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। এই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সেই হারের বদলা নিতে শোয়েব চাইছেন ফাইনালে ফের মুখোমুখি হোক ভারত-পাকিস্তান। তবে তাঁর সংশয় ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ছিটকেও জেতে পারে টিম ইন্ডিয়া।

এ নিয়ে পাক সংবাদমাধ্যমে শোয়েব আখতার বলেছেন, “আমি ভারতের সঙ্গে ম্যাচ চাইছি। আমরা ফের ফর্মে ফিরেছি। এখন ম্যাচ হবে আমাদের বোলিংয়ের বিরুদ্ধে তোমাদের (ভারতের) ব্যাটিংয়ের। দর্শক তোমাদের বেশি, স্টেডিয়ামও চেনা। সেখানেই আমাদের বিরুদ্ধে লড়তে হবে। আমি ভারতকেই বিপক্ষ চাই। দুটো ব্যাপার এর সঙ্গে জড়িয়ে রয়েছে। ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়া এবং ভারতকে হারিয়ে চ্য়াম্পিয়ন হওয়া।” কিন্তু ভুবনেশ্বরের সুইং যদি পাক ব্যাটিংকে বিপদে ফেলে? সঞ্চালকের এই প্রশ্নের জবাবে শোয়েব আখতার বলেছেন, “উইকেট ভেঙে গিয়েছে। আমাদের বোলাররাও ভয়ঙ্কর হবে। তবে আবহাওয়ার প্রভাবও পড়বে খেলায়।”

টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাক দ্বৈরত দেখতে চাইলেও ভারতের ফাইনালে যাওয়া নিয়ে শোয়েবের সংশয় রয়েছে। তিনি মনে করেছেন, ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ছিটকে যেতে পারে ভারত। ইতিহাসের পুরনাবৃত্তি হতেই পারে বলে আশা তাঁর। এ নিয়ে তিনি বলেছেন, “ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। ভারতকে হারিয়ে ফাইনালে যেতে পারে ইংল্যান্ড। তখন আমরা তাঁদের হারাব।”

ফাইনালে মেলোবোর্নের উইকেট ভালভাবে বানানো হবে বলে আশা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। এ নিয়ে শোয়েব বলেছেন, “মেলবোর্নে ভাল উইকেট তৈরি করা করবে বলে আমার আশা। কেবলমাত্র সিমিং উইকেট না বানিয়ে যে উইকেটে রান তাড়া করা যাবে, সে রকম বানানো হবে।” টসের ব্যাপারে আখতার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ হলে পাকিস্তানের রান তাড়া করার সিদ্ধান্ত নেওয়া উচিত। ইংল্যান্ডকে রান তাড়া করতে পাঠালে চাপে পড়ে যাবে।

Next Article