কলকাতা: পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার (Shoaib Akhtar) ফের একবার শিরোনামে। কী করলেন প্রাক্তন স্পিডস্টার? মাঝে মাঝেই প্রাক্তন পাক তারকা নানা মন্তব্য করে লাইমলাইটে আসেন। কিন্তু না এ বার তিনি ঠিক এমন কিছু করেননি। বরং তাঁকে নিয়ে আলোচনা অন্য কারণে। হুবহু তাঁর মতো দেখতে এক ক্রিকেটার শোরগোল ফেলে দিয়েছেন। হাঁটা থেকে শুরু করে বোলিং মার্ক থেকে দৌড়ানো, রান আপ, অ্যাকশন, উইকেট নিয়ে সেলিব্রেশন সবই সেই ক্রিকেটারের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মতো। ওমানের ক্রিকেটার তিনি। নাম মহম্মদ ইমরান (Muhammad Imran)। সম্প্রতি তাঁর এক ভিডিয়ো নেটদুনিয়ায় ঘুরছে।
শোয়েব আখতারের মতোই লম্বা ইমরানের চুল। ওমান ডি১০ লিগ থেকে তাঁর নতুন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে শোয়েব আখতারের মতো একই স্টাইলে বোলিং করছেন তিনি। ম্যাচটি ছিল IAS Invincibles ও Yallah Shabab Giants দলের মধ্যে। নেটিজ়েনরা তাঁকে দেখে বলাবলি করছেন, ‘এ তো শোয়েব আখতারের থেকে বেশিই শোয়েব আখতার।’
He’s more Shoaib Akhtar than Shoaib Akhtar himself… pic.twitter.com/cXKQGgNgbn
— Prashanth S (@ps_it_is) September 19, 2024
মহম্মদ ইমরান ওমান ডি১০ লিগে ভালো ছন্দে রয়েছেন। তিনি ১৪টি ম্যাচে ১০.৭১ গড়ে এবং ৮.৬৫ ইকোনমিতে ২১টি উইকেট নিয়েছেন। তিনি ছন্দে থাকলেও ওই টুর্নামেন্টে তাঁর টিম আইএএস ভালো জায়গায় নেই। ১৫ ম্যাচে মাত্র ৫টি জয়ের পর ১১ পয়েন্ট ঝুলিতে ভরেছে ইমরানের দল। ওমানের হয়ে মহম্মদ ইমরান খেললেও তাঁর জন্ম পাকিস্তানে। সেখানেই তাঁর বড় হওয়া। শোয়েবের সঙ্গে তাঁর তুলনা চলছে তাঁর। এ বার দেখার শোয়েবের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন কি ফেলতে পারবেন ইমরান?