কলকাতা: ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জাকে (Sania Mirza) ছেড়ে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে গত কয়েকদিন ধরে লাইমলাইটে শোয়েব মালিক (Shoaib Malik)। পাকিস্তানের তারকা ক্রিকেটার আবার খবরের শিরোনামে। ৪১ এর শোয়েব এখন আর শুধু তৃতীয় বিয়ের জন্য নয়, বরং এ বার চর্চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৩টে নো বল করার জন্য। স্পিনাররা সচরাচর এত নো বল করেন না। সেখানে শোয়েব মালিক এক ওভারে পর পর নো বলের হ্যাটট্রিক করেছেন। এবং হাসির খোরাক হয়েছেন। সেই সঙ্গে নেটিজ়েনরা বলতে শুরু করেছেন, শোয়েব মালিক ম্যাচ ফিক্সিং করেছেন।
বিপিএলে ম্যাচ ছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের। শোয়েব মালিক ওই ম্যাচে তিনটে নো বল দেওয়ায় নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নো বলের ক্ষত্রে ফ্রি হিট হয়েছিল। যার ফলে ওই ওভারে শোয়েবের হাত থেকে বেরোয় ১৮ রান। শোয়েবের মতো অভিজ্ঞ ক্রিকেটার এমনটা করায় সকলেই বেশ অবাক হয়েছেন। অনেকেই আবার তাঁর এই কাণ্ডর পেছনে পেয়েছেন ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ। সোশ্যাল মিডিয়া সাইট X এ অনেকেই তা নিয়ে মন্তব্য শেয়ার করেছেন। এক ঝলকে দেখে নিন শোয়েবকে নিয়ে নেটিজ়েনদের করা X বার্তা—
So three No balls by shoaib Malik In BPL ,Yeh obviously spot fixing hai yaar ,logo KO Kiya chay sumjha Huwa hai .Haraam Ka paisa kama lo beghairo .akhrut mai dunda BHI utna BHI hi bara hoga .shameless pic.twitter.com/ffSyPBdysg
— Farzan Ali Baloch (@farzan_ali_B) January 22, 2024
Shoaib Malik doing a perfect spot fixing but it was very blatant 🤣🤣🤣 #BPL
— Luke (@gerrardchennai) January 22, 2024
Fixing, how can spinner do that 😞😞😲😲😲😲😲
Totally fixed, fixed fixed#BPL2024 #ShoaibMalik pic.twitter.com/O9LseV4EjG
— Adnan hassan (@crickpure) January 22, 2024
ওই ম্যাচ প্রসঙ্গে গেলে, প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে ফরচুন বরিশাল। এরপর ১২ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় খুলনা টাইগার্স। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই নিয়ে ৩টে ম্যাচ খেলছে শোয়েব মালিকের দল ফরচুন বরিশাল। তাতে ১টিতে জিতে বিপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে বরিশাল।