মুম্বই: একই বিমানে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সেই বিমানের ভেতর ঘুমোচ্ছেন পাকিস্তানের (Pakistan) এক ক্রিকেটার। আর তাঁর জন্য কিনা অপেক্ষা করছেন ভারতের (India) কোচ। এ ছবির কথা কল্পনা করলে অনেকেই চমকে যেতে পারেন। কিন্তু কল্পনা করার খুব একটা প্রয়োজন নেই। কারণ এ ঘটনা সত্যি। অবশ্য তা অতীতের। তা হলে এ বার গল্পটা তা হলে বিস্তারিত জেনেই নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক সম্প্রতি তাঁর দেশের এক সংবাদ চ্যানেলে এই গল্প শুনিয়েছেন। তিনি জানান, ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ভীষণই মাটির মানুষ। তাঁর কোনও ইগো নেই। এই প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আমরা এক সময় পাকিস্তান থেকে নিউজিল্যান্ড যাচ্ছিলাম। ওই বিমানেই সফর করছিল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। সেই সময় রাহুর দ্রাবিড় ছিলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ। আমি বিমানে ঘুমোচ্ছিলাম। এবং তিনি আমার সঙ্গে কথা বলার জন্য ২ ঘণ্টা অপেক্ষা করেছিলেন।’
কিন্তু শোয়েবের জন্য কেন বিমানে অপেক্ষা করেছিলেন দ্রাবিড়? সেই বিষয়েও পাক তারকা জানিয়েছেন। তাঁর কথায় দ্রাবিড় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি অনেক বার প্রত্যাবর্তন করেছেন। আপনাকে কোন জিনিসটা অনুপ্রাণিত করে? আমি অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করছি, তাই আমি ওদের বলতে চাই এর পিছনে চিন্তাভাবনাটা ঠিক কী থাকে।’
রাহুল দ্রাবিড়ের এই অভিব্যক্তি সে দিন অবাক করে দিয়েছিল শোয়েব মালিককে। তিনি বলেন, ‘আমি এই প্রসঙ্গে বলতে চাই, ওর কোনও ইগো নেই। ও বাকিদের থেকে শিখতে চায় (কামব্যাক করার সময় কেমন পরিস্থিতি থাকে)। ও নিজের কেরিয়ারে অনেক উত্থান-পতন দেখেছে। তাই আমাকে ও কামব্যাক নিয়ে যা জানতে চেয়েছিল, সেটা জানিয়েছিলাম। এই পুরো বিষয়টাই আমার ভালো লেগেছিল। শেখার কোনও শেষ হয় না। যে কারণে, দেখুন না রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় টিম কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।’
ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে, দেশের মাটিতে চলতি বিশ্বকাপে টানা ৬ ম্যাচ জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ম্যাচ। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথ আরও মসৃণ করতে চায় মেন ইন ব্লু।