Rahul Dravid on Shreyas Iyer: চার নম্বর নিয়ে প্রশ্ন, কোচ রাহুলকে চিন্তামুক্ত রাখছেন এই ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 29, 2023 | 6:07 PM

World Cup 2023: বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রশ্ন, চার নম্বরে কাকে খেলানো হবে? আপাতত সেই উত্তর পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। কার উপর ভরসা রাখছেন কোচ রাহুল দ্রাবিড়?

Rahul Dravid on Shreyas Iyer: চার নম্বর নিয়ে প্রশ্ন, কোচ রাহুলকে চিন্তামুক্ত রাখছেন এই ক্রিকেটার
Image Credit source: PTI

Follow Us

বেঙ্গালুরু: বিশ্বকাপে (World Cup 2023) নামার আগে যাবতীয় প্রশ্ন মিটিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে পুরোমাত্রায় শুরু হয়ে যাবে প্রস্তুতি। মিডল অর্ডারে কার কাঁধে থাকবে ভারতীয় টিমের দায়িত্ব, চার নম্বরে খেলবেন কে, এই দুটো প্রশ্নের উপর নির্ভর করছে অনেক কিছু। কোচ রাহুল দ্রাবিড় একে একে সাজিয়ে নিতে চাইছেন সব অঙ্ক। লোকেশ রাহুলকে (KL Rahul) নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। কিপিং গ্লাভস হাতে তিনি নেমে পড়েছেন এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে। কিন্তু এও বলে দেওয়া হয়েছে, ভারত-পাকিস্তান সহ এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে রাহুলকে পাওয়া যাবে না। পরবর্তী পর্যায়ে টিম তাঁর সার্ভিস পাবে। রাহুল ভাবনায় থাকছেন, তবে রোহিত শর্মার টিম মিডল অর্ডারের জন্য সবচেয়ে বেশি ভরসা করতে চলেছে শ্রেয়স আইয়ারে (Shreyas Iyer)। কোচ দ্রাবিড় তাঁকে নিয়ে কী বললেন? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

চোটের কারণে ছ’মাসেরও বেশি মাঠের বাইরে ছিলেন শ্রেয়স। পিঠে অস্ত্রোপচার হয়েছে। তারপর জাতীয় শিবিরে দীর্ঘদিন রিহ্যাব করেছেন মুম্বইয়ের ক্রিকেটার। এখন তিনি পুরো ফিট। শ্রেয়সকে দেখার জন্য এনসিএ-তে বেশ কয়েকটা ওয়ান ডে ম্যাচ রাখা হয়েছিল। তাতে বেশ ছন্দেই ব্যাটিং করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারকে। শ্রেয়স আইয়ারের ফর্মের উপরেই নির্ভর করছে বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারের সাফল্য। ৫০ ওভারের ফর্ম্যাটে মাঝের ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ। টিমকে টানার কাজটা একার হাতে করতে হয় কাউকে কাউকে। ২০১১ সালের বিশ্বকাপে যেটা যুবরাজ সিং করতেন। সেটাই শ্রেয়স পারবেন কিনা, দেখে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্য়াচগুলোতে যে ভাবে পারফর্ম করেছেন তিনি, ফিটনেস মাত্রায় যে ভাবে উন্নতি করেছেন, তাতে রোহিত-রাহুল খুশি।

কোচ রাহুল দ্রাবিড় কী বললেন শ্রেয়সকে নিয়ে? পাকিস্তান ম্য়াচের ঠিক আগে ভারতীয় টিমের কোচ বলছেন, ‘ওকে দেখে ভালো লাগছে। ওর আর কোনও সমস্যা নেই। এখন ওকে ম্য়াচ দিতে হবে। এটাই এতদিন ও মিস করেছে। এশিয়া কাপে সেটা ওকে দিতে পারব আমরা। আর সেটা পেলে বিশ্বকাপের আগে ও তৈরি করতে পারবে নিজেকে।’

লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও শ্রেয়সের নেই। দ্রাবিড় বলেও দিয়েছেন, ‘ফিটনেস থেকে শুরু করে সব কিছুই ও যথেষ্ট ভালো করেছে। প্রচুর ব্যাটিং করেছে ক্যাম্পে। মোদ্দা কথা, যে ক’টা বিষয়ে নজর ছিল, সবেতেই ও টিক দিতে পেরেছে। শুধু মাত্র ম্যাচ টাইম এখনও পাইনি। সেটা ম্যাচ খেলতে নামলে ঠিক পেয়ে যাবে। প্র্যাক্টিস ম্যাচ খেলেছে, কিন্তু তার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তুলনা চলতে পারে না। এশিয়া কাপের ম্যাচ আছে সামনে। তার পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ খেলব আমরা। সেটা পেলেই সবটা সম্পূর্ণ হবে।’

দেশের হয়ে সব মিলিয়ে ৪২টা ওয়ান ডে ম্যাচ খেলেছেন শ্রেয়স। চার নম্বরে তিনি সবচেয়ে বেশি সফল। ২০টা ওয়ান ডে ম্যাচে চার নম্বরে খেলে করেছেন ৮০৫ রান। গড় ৪৭.৩৫। স্ট্রাইক রেট ৯৪.৩৭। চার নম্বরে ব্যাটিং করেই কেরিয়ারের একমাত্র সেঞ্চুরিটাও করেছেন। এই শ্রেয়স যদি চার নম্বরে ফিরে নিজেকে মেলে ধরতে পারেন, তা হলে রোহিত-রাহুলের চিন্তা কমবে অনেকখানি।

Next Article