Shreyas Iyer: ঠিক যেন বিশ্বজয়, ট্রফি জিতে মেসির ঢংয়ে সেলিব্রেশন KKR ক্যাপ্টেন শ্রেয়সের; রইল ভিডিয়ো

May 27, 2024 | 4:06 PM

KKR, IPL 2024: এ যেন নাইটদের কাছে বিশ্বজয়েরই রাত। কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি যে উচ্ছ্বাসে ভেসেছিলেন। চিপকে হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জিতে ঠিক একই রকম উচ্ছ্বসিত দেখিয়েছে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।

Shreyas Iyer: ঠিক যেন বিশ্বজয়, ট্রফি জিতে মেসির ঢংয়ে সেলিব্রেশন KKR ক্যাপ্টেন শ্রেয়সের; রইল ভিডিয়ো
Shreyas Iyer: ঠিক যেন বিশ্বজয়, ট্রফি জিতে মেসির ঢংয়ে সেলিব্রেশন KKR ক্যাপ্টেন শ্রেয়সের; রইল ভিডিয়ো
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: কেকেআর শিবিরে এখন খুশির হাওয়া বইছে। ২৬ মে, ২০২৪ এই দিনটা নাইটদের জন্য স্মরণীয় হয়ে রইল। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এ বারের আইপিএল (IPL) জিতল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স। রবি-রাতটা কেকেআর (KKR) শিবিরের কাছে ছিল স্বপ্নের মতো। যেন আরব্য রজনী। এমন রাতে চ্যাম্পিয়ন হয়ে কেকেআরের ক্যাপ্টেনকে দেখা গেল লিওনেল মেসিকে স্মরণ করতে। বিষয়টা পরিষ্কার করা যাক।

আসলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্বজয়ের খেতাব অর্জন করে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সি ধারীরা বিশ্বকাপ জিততেই আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি ট্রফি নিয়ে এক বিশেষ সেলিব্রেশন করেন। ধীরে ধীরে সতীর্থদের কাছে যান। আর তারপর সকলে মিলে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ঠিক একই দৃশ্য দেখা গিয়েছে রবি-রাতে। অবশ্য স্থান, কাল ও পাত্র আলাদা।

চেন্নাইয়ের চিপকে অরেঞ্জ আর্মিকে হারিয়ে তৃতীয় আইপিএল ট্রফি নাইট শিবিরে তুলেছেন শ্রেয়স আইয়াররা। কেকেআর আইপিএল খেতাব জিততেই চিপকের আকাশে বেগুনি আবির উড়ছিল। বেগুনি রংয়ের আতসবাজি ফাটছিল। এরই মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে শ্রেয়স আইয়ার যেই আইপিএল ট্রফি নিয়ে যান, আনন্দে মেতে ওঠেন কেকেআরের ক্রিকেটাররা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আইপিএল ট্রফি হাতে নিয়ে মেসির মতো সেলিব্রেশন করেন শ্রেয়স। এ যেন নাইটদের কাছে বিশ্বজয়েরই রাত। ঠিক তাই মেসি-মার্টিনেজদের মতোই সেলিব্রেশন করলেন শ্রেয়স-ভেঙ্কটেশরা।

Next Article