Asian Champions Trophy : হকিতে চ্যাম্পিয়ন ভারত, ফ্লোরিডা থেকে শুভেচ্ছা গিল-অর্শদীপদের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 13, 2023 | 10:27 AM

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট চার বারের চ্যাম্পিয়ন ভারত। ১-৩ গোলে পিছিয়ে থেকে ৪-৩ ব্যবধানে জিতে ট্রফি জয়ের যাত্রাটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি।

Asian Champions Trophy : হকিতে চ্যাম্পিয়ন ভারত, ফ্লোরিডা থেকে শুভেচ্ছা গিল-অর্শদীপদের

Follow Us

ফ্লোরিডা : অনবদ্য প্রত্যাবর্তনের গল্প লিখে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy 2023) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় হকি দল। চেন্নাইয়ে টুর্নামেন্টের ফাইনালে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে চমকে দিয়েছেন হরমনপ্রীত সিংরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট চার বারের চ্যাম্পিয়ন ভারত। ১-৩ গোলে পিছিয়ে থেকে ৪-৩ ব্যবধানে জিতে ট্রফি জয়ের যাত্রাটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই অনবদ্য জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট জগত। বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছে। শনিবার চতুর্থ টি ২০তে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন শুভমন গিল (Shubman Gill) এবং অর্শদীপ সিং (Arshdeep Singh)। জয়ের পর ফ্লোরিডা থেকে হকি টিমকে শুভেচ্ছা জানালেন জাতীয় দলের এই দুই তরুণ প্রতিভা। শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই ও বোর্ড সচিব জয় শাহ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

শনিবার প্রায় একইসময়ে চলছিল ভারত-মালয়েশিয়া হকি ম্যাচ এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ ম্যাচ। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি ক্ষণে ক্ষণে রং বদলেছে। পরতে পরতে উত্তেজনা। ১-৩ গোলে পিছিয়ে থাকা অবস্থায় প্রথমে ৩-৩ সমতায়। এরপর ৪-৩ গোলে জয় যেন হকিতে রূপকথার ইতিহাস গড়েছেন আকাশদীপ সিংরা। ম্যাচে চোখ রাখতে না পারলেও এই অসাধারণ কামব্যাকে ভারতীয় হকি দলের জয়ের সুবাস পৌঁছে গিয়েছে ফ্লোরিডায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। শুভমন গিল, আকাশদীপ সিংরা ইংরেজি ও পঞ্জাবিতে শুভেচ্ছা জানালেন।

বোর্ড সচিব জয় শাহ টুইটারে লিখেছেন, “এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দলের অসাধারণ প্রত্যাবর্তনের সাক্ষী থাকলাম। অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এই জয়। শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-৩ গোলে এই জয় চ্যাম্পিয়নদের সত্যিকারের চেতনাকে তুলে ধরে। অসাধারণ টিমওয়ার্ক এবং প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় দল সারা দেশকে গর্বিত করেছে। এই অনবদ্য জয়ের জন্য শুভেচ্ছা।”

Next Article