ICC ODI batter Ranking : ওডিআই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ গিলের, প্রথম দশে দুই ভারতীয়
Shubman Gill : ২০২৩ সালে গিলের ব্যাট থেকে রানের ফুলঝুরি ছুটেছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরানের সাহায্যে ৭৫০ রান করেছেন।
দুবাই : এশিয়া কাপের আগে তিন ফরম্যাটের ব়্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি (ICC Rankings)। কয়েকদিনের মধ্যেই শুরু এশিয়া কাপ। তারপর ৫০ ওভারের বিশ্বকাপের মহাযুদ্ধ। তাই ওডিআই ফরম্যাটের ব়্যাঙ্কিংয়ের দিকেই নজর বেশি। ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে দেশের তরুণ ওপেনার শুভমন গিলের। পঞ্চম স্থানে ছিলেন গিল। একধাপ উপরে চতুর্থ স্থানে উঠে এসেছেন গিল (Shubman Gill)। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে এইমুহূর্তে মেন ইন ব্লু-র সেরা ব্যাটার তিনি। ২০২৩ সালে গিলের ব্যাট থেকে রানের ফুলঝুরি ছুটেছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরানের সাহায্যে ৭৫০ রান করেছেন। যার মধ্যে ২০৮ রান সর্বাধিক স্কোর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রথম দশে গিল ছাড়াও রয়েছেন বিরাট কোহলি। অর্থাৎ কিং এবং প্রিন্স উভয়ই ব্যাটারদের প্রথম দশে জায়গা করে নিয়েছেন। কোহলি রয়েছেন তালিকার ৯ নম্বরে। রেটিং পয়েন্ট ৭০৫। ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছে ১১তম স্থানে। ভারতীয়দের মধ্যে টি ২০ ব়্যাঙ্কিংয়ে পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। আয়ার্ল্যান্ড সফরে প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরার। তাঁদের নেতৃত্বে প্রথম দুটি টি ২০ ম্যাচ জিতেছে ভারত। কুড়ি বিশে বোলারদের তালিকায় বুমরা রয়েছেন ৮৪ নম্বরে। ১৭ ধাপ উপরে উঠে এসে ৬৪ নম্বরে ঠাঁই হয়েছে রবি বিষ্ণোইয়ের। টি ২০তে ১৪৩ থেকে ৮৭ নম্বরে উঠে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড়। টেস্টে স্পিনারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাডেজা শীর্ষে রয়েছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছেন বাবরা। তারপর দিনই প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে পাক ক্রিকেটারদের উত্থান চোখে পড়ার মতো। ওডিআই ব্য়াটারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। ইমাম উল হক রয়েছেন তৃতীয় স্থানে।