Harry Brook: বিশ্বকাপে মেলেনি ঠাঁই, হান্ড্রেডে দ্রুততম সেঞ্চুরির জবাব হ্যারি ব্রুকের

The Hundred: চলতি 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক (Harry Brook)।

Harry Brook: বিশ্বকাপে মেলেনি ঠাঁই, হান্ড্রেডে দ্রুততম সেঞ্চুরির জবাব হ্যারি ব্রুকের
Harry Brook: বিশ্বকাপে মেলেনি ঠাঁই, হান্ড্রেডে দ্রুততম সেঞ্চুরির জবাব হ্যারি ব্রুকেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 4:59 PM

নয়াদিল্লি: দল থেকে বাদ পড়ার জবাব মুখে না দিয়ে ব্যাট হাতে দিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook)। ভারতের মাটিতে অক্টোবর-নভেম্বরে হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ইংল্যান্ড। তাতে নেই হ্যারি ব্রুকের নাম। এ বার যেন তারই প্রতিবাদ জানালেন হ্যারি। চলতি ‘দ্য হান্ড্রেড’-এ (The Hundred) রীতিমতো ঝড় তুললেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুক। ১০০ বলের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দ্রুততম শতরান হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২৪ বছর বয়সী হ্যারি ব্রুক চলতি দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলছেন। ওয়েলস ফায়ারের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নর্দার্ন সুপারচার্জাসের অধিনায়ক ডেভিড উইজে। ৫ নম্বরে ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। ৪১ বলে তিনি শতরানে পৌঁছে যান। যার ফলে এই টুর্নামেন্টে দ্রুততম শতরানের নজির গড়েন তিনি। শেষ অবধি ৪২ বলে ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হ্যারি। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে নর্দার্ন সুপারচার্জার্স। রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১৫৯ রানের টার্গেট পূরণ করে ফেলে ওয়েলস ফায়ার। দল হারলেও ম্যাচের সেরার পুরস্কার পান হ্যারি ব্রুক।

ওয়েলস ফায়ারের বিরুদ্ধে হ্যারি ব্রুকের স্ট্রাইক রেট ছিল ২৫০। তাঁর ব্যাটে আসে ১১টি চার ও ৭টি ছয়। ক্রিকেট মহলে অনেকেই বলছেন, এই ইনিংসের মাধ্যমে হ্যারি যেন ইসিবিকে বলে দিলেন তিনি বিশ্বকাপে খেলার জন্য তৈরি। ৫ সেপ্টেম্বর অবধি আইসিসিকে বিশ্বকাপের জন্য ১০ দল তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিতে পারবে। ইসিবি তাই হ্যারিকে নিয়ে আরও ভাবনাচিন্তা করতেই পারে। ইংল্যান্ডের প্রাক্তন দুই কিংবদন্তি কেভিন পিটারসেন এবং মাইকেল ভনও মনে করেন হ্যারি ব্রুককে বিশ্বকাপের দলে রাখা উচিত। এই নিয়ে তাঁরা টুইটও করেছেন।