আমেদাবাদ: স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে। বুধবার দিল্লিতে আফগানদের হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। জয় পেয়ে এখন বেজায় খুশিতে রোহিত শর্মারা। তবে ভারতের জন্য আরও একটা স্বস্তির খবর। দ্রুত সুস্থ হয় উঠছেন দলের তারকা ওপেনার শুভমন গিল। ডেঙ্গি তাঁকে আর বিছানায় শুইয়ে রাখতে পারেনি। একটু সুস্থ হতেই চেন্নাই থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। বুধবার রাতে পৌঁছন আমেদাবাদ। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার অনুশীলনেও নামতে পারেন। তবে কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে পাওয়া যাবে তাঁকে? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
সব মিলিয়ে ভারতীয় শিবিরে এখন খুশির হাওয়া। পরবর্তী মহাযুদ্ধের জন্য তৈরি হচ্ছে মেন ইন ব্লু। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হব দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাইশ গজে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শুভমন। তাঁর দল যখন দিল্লিতে আফগানদের বিরুদ্ধে লড়ছেন, তখনই আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়ে দেন তিনি। রাতে সেখানে পৌঁছে সকালেই অনুশীলনে নামার কথা । অনুশীলনে নেমে বুঝে নিতে চাইছেন কতটা ফিট তিনি, আদৌ পরের ম্যাচে খেলতে পারবেন কি না।
প্রসঙ্গত, দলের সঙ্গে চেন্নাই পৌঁছে অসুস্থ হয়ে পড়েছিলেন শুভমন। ডেঙ্গ টেস্ট পজিটিভ আসে। এরপরই দ্রুত কমতে থাকে তাঁর প্লেটলেটের কাউন্ট। দেরি না করে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আর সময় নষ্ট করতে চাননি এই তারকা ব্যাটার। বাইশ গজে ফেরার আশায় মরিয়া হয়ে উঠেছেন তিনি।
গিলকে প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না, তা আগেই জানা গিয়েছিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে গিল কে পাওয়ার আশায় বুক বাঁধছেন ভারতীয় ফ্যানেরা। পাকিস্তানের বিরুদ্ধে দলে গিলের মতো ওপেনারেরও প্রয়োজন রয়েছে। আজকের অনুশীলনের পর একটু পরিষ্কার হতে পারে ছবিটা। যদিও ভারতীয় বোর্ডের তরফে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি। আদৌ পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কি না তাই এখন দেখার।