কলকাতা : সোশ্যাল মিডিয়ায় ইয়ো ইয়ো টেস্টের স্কোর লিখে বিসিসিআই (BCCI) কর্তাদের রক্তচক্ষুর সামনে পড়েছিলেন বিরাট কোহলি। বড়াই করে ফিটনেস রিপোর্ট লিখে এর চেয়ে বিব্রত হওয়ার আরও বাকি ছিল। জাতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার বলে ধরা হয় কোহলিকে। এশিয়া কাপের আগে ইয়ো ইয়ো পরীক্ষায় তাঁর স্কোর ছিল ১৭.২। বোর্ডের নির্ধারণ করা মাপকাঠির থেকেও এগিয়ে ছিলেন তিনি। সেই বিরাটকেও (Virat Kohli) ছাপিয়ে গেলেন তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill)। তাঁর ইয়ো ইয়ো টেস্টের ফল ১৮.৭। নাহ্, সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট করেননি শুভমন। বোর্ডের কড়া নির্দেশ রয়েছে কনফিডেন্সিয়াল বিষয় প্রকাশ্যে না আনার। তবে ফাঁস হতে সময় লাগেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফিটনেসে অগ্রজকে ছাপিয়ে গিয়েছেন দেশের ব্যাটিং সেনসেশন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে চলছে ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। বড় টুর্নামেন্টের আগে সেখানেই জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা চলছে। যার নাম ইয়ো ইয়ো টেস্ট। বিসিসিআই কাটঅফ স্কোর রেখেছে ১৬.৫। চূড়ান্ত ফিট ভারতীয় ক্রিকেটাররা সেই মানদণ্ডও পার করে ফেলছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “অধিকাংশ ক্রিকেটারের স্কোর ১৬.৫ থেকে ১৮-র মধ্যে। তাঁদের মধ্যে শুভমন গিলের সর্বাধিক স্কোর ১৮.৭।” জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন এবং লোকেশ রাহুলেরও টেস্ট হয়েছে।
ছয় বছর আগে তৎকালীন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের তত্ত্বাবধানে ইয়ো ইয়ো টেস্ট শুরু হয়েছিল। তখন ফিটনেসের মাপকাঠি ছিল ১৬.১। বর্তমানে এসে পৌঁছেছে ১৬.৫। এখন জাতীয় দলের বেশিরভাগ তরুণ ক্রিকেটার ফিটনেস সচেতন।