IND vs AUS: আকাশ দীপকে আক্রমণ, মজার আউট স্টিভ স্মিথ; অবশেষে অজি ইনিংস ইতি

Dec 27, 2024 | 8:55 AM

India vs Australia Boxing Day Test: লাঞ্চের পর ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন রবীন্দ্র জাডেজা। মিচেল স্টার্ককে বোল্ড করেন। পরের ওভারের প্রথম ডেলিভারিতেই আউট স্টিভ স্মিথও। কিন্তু লাঞ্চের পরও আধঘণ্টার বেশি সময় লাগল বাকি তিন উইকেট নিতে। সবচেয়ে অস্বস্তির শেষ উইকেটে লিয়ঁ-বোল্যান্ড দীর্ঘ সময় ব্যাট করলেন।

IND vs AUS: আকাশ দীপকে আক্রমণ, মজার আউট স্টিভ স্মিথ; অবশেষে অজি ইনিংস ইতি
Image Credit source: Robert Cianflone/Getty Images

Follow Us

বোল্ড? রান আউট? প্লেড অন! মজা করে অনেক কিছুই বলা যায় এই আউটকে। আকাশ দীপের ডেলিভারি কি শেন ওয়ার্নের মতো টার্ন হল? অনবদ্য একটা সেঞ্চুরি, স্টিভ স্মিথের ইনিংস থামল অদ্ভূত ভাবেই। লাঞ্চের পর ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন রবীন্দ্র জাডেজা। মিচেল স্টার্ককে বোল্ড করেন। পরের ওভারের প্রথম ডেলিভারিতেই আউট স্টিভ স্মিথও। কিন্তু লাঞ্চের পরও আধঘণ্টার বেশি সময় লাগল বাকি তিন উইকেট নিতে। সবচেয়ে অস্বস্তির শেষ উইকেটে লিয়ঁ-বোল্যান্ড দীর্ঘ সময় ব্যাট করলেন।

ব্যক্তিগত ১৪০ রানে ব্যাট করছিলেন স্মিথ। দ্রুত রান তোলায় নজর ছিল। প্রথম ইনিংসে যতটা বেশি রান তোলা যায়। কারণ স্টার্ক আউট হতেই সঙ্গীর অভাব মনে হয়েছিল। আকাশ দীপের বোলিংয়ে স্টেপ আউট করেন। উইকেট থেকে অন্তত ৪ মিটার দূরে। বল ব্যাটে লাগে এরপর স্মিথের জুতোয়। পিচে পড়ে টার্ন নেয়। উইকেটে গিয়ে লাগে বেলও পড়ে। স্মিথ তখন দর্শকের ভূমিকায়। বলটা যেন লেগ স্পিন হল। ১৪০ রানের অনবদ্য একটা ইনিংসে ফিরলেন স্মিথ। মেলবোর্নে স্ট্যান্ডিং অবেশন।

এই খবরটিও পড়ুন

নাথান লিয়ঁর সঙ্গে শেষ উইকেট হিসেবে ক্রিজে যোগ দেন স্কট বোল্যান্ড। জাডেজার বোলিংয়ে লেগ বিফোরের আবেদন। স্কট বোল্যান্ডকে আউট দেন অনফিল্ড আম্পায়ার। যদিও রিভিউ নেন বোল্যান্ড। দেখা যায় ইনসাইড এজ লেগেছে। ভারতের অপেক্ষা বাড়ে। সিরাজের বোলিংয়ে ফের অন ফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউতে নটআউট। স্কট বোল্যান্ড দু-বার ‘সঠিক’ রিভিউ নেন।

অবশেষে জসপ্রীত বুমরা লেগ বিফোর করেন নাথান লিয়ঁকে। সকলে মাঠ ছাড়ার আগে অবশ্য রিভিউ নেন লিয়ঁ। জসপ্রীত সিগন্যাল দেখান আউট। রিভিউতে দেখা যায় উইকেট আম্পায়ার্স কল! নয়তো আবার ফিল্ডিং শুরু করতে হত। ৪৭৪ রানে প্রথম ইনিংস শেষ অস্ট্রেলিয়ার। বুমরা চার উইকেট, জাডেজা তিন। আকাশ দীপ দুটি উইকেট নেন। একটি সুন্দরের ঝুলিতে। ১২৩ ওভার ফিল্ডিং করে রোহিত ওপেন করেন কি না, সে দিকেই নজর।

Next Article
IND vs AUS: মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন: প্রথম সেশনে যা হল, রইল একনজরে…
IND vs AUS: ওপেনিংয়ে ফিরেও ব্যর্থ রোহিত, চা-বিরতিতে অস্বস্তি ভারতের