Image Credit source: BCCI
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিন থেকেই ব্যাকফুটে ভারত। যদিও প্রথম দিনের শেষ দিকে পরপর উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। নজর ছিল, দ্বিতীয় দিন কী ভাবে নতুন বল ব্যবহার করে ভারত। সহজ করে বললে, প্রথম সেশনে শুধুই হতাশা। ব্যাট হাতে ফর্মে নেই রোহিত শর্মা। তার প্রভাব পড়ছে ক্যাপ্টেন্সিতেও। তাঁর কাছে যেন কোনও বিকল্পই নেই। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে ৪৫৪-৭ স্কোরে অস্ট্রেলিয়া।
এক নজরে রইল প্রথম সেশনের গুরুত্বপূর্ণ পয়েন্ট
- ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন ভারতীয় ক্রিকেটাররা।
- দ্বিতীয় নতুন বলে অনবদ্য কিছু ডেলিভারি জসপ্রীত বুমরার। তবে প্রথম সেশনে সাফল্য মাত্র একটা। সেঞ্চুরি পেরনো স্টিভ স্মিথ-প্যাট কামিন্স জুটি ভাঙেন রবীন্দ্র জাডেজা। দুর্দান্ত ক্যাচে প্যাট কামিন্সকে (৪৯) ফেরান নীতীশ কুমার রেড্ডি।
- প্রথম সেশনে আরও একঝাঁক নো বল ভারতীয় বোলারদের। প্রচুর মিস ফিল্ড। অস্ট্রেলিয়ার কাজ যেন আরও সহজ করে দেয়।
- ম্যাচের প্রথম দিন বিরাট কোহলি-স্যাম কন্টাস কাণ্ডের জেরে অস্বস্তি তৈরি হয়েছিল। অজি মিডিয়ায় বিরাটকে নিয়ে সমালোচনার ঝড়। দিনের খেলা শেষে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাটকে। সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট। দ্বিতীয় দিন অবশ্য ফিল গুড পরিবেশ। গ্যালারি বিরাটের পাশে। এক ক্রিকেট প্রেমী নিরাপত্তা ভেদ করে মাঠেও ঢুকে পড়েন।
- টেস্ট কেরিয়ারে ৩৪ নম্বর সেঞ্চুরি অজি কিংবদন্তি স্টিভ স্মিথের। ভারতের বিরুদ্ধে ১১ নম্বর। জো রুটকে ছাপিয়ে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড স্মিথের নামে।