RCB: বিরাটের IPL ভাগ্য WPL এ বইছেন স্মৃতি!

Mar 03, 2024 | 8:00 AM

Virat Kohli-Smriti Mandhana: আইপিএলে বিরাট একাধিক রেকর্ড গড়েছেন। কিন্তু তাঁর ট্রফি জেতার স্বপ্নপূরণ হয়নি। উইমেন্স প্রিমিয়ার লিগের এটি দ্বিতীয় সংস্করণ চলছে। প্রথম ডব্লিউপিএলে আরসিবি টিম খেতাব জেতেনি। ক্রিকেটমহলে অনেকেই বলছেন বিরাটের আইপিএল ভাগ্য ডব্লিউপিএলে বয়ে চলেছেন স্মৃতি!

RCB: বিরাটের IPL ভাগ্য WPL এ বইছেন স্মৃতি!
RCB: বিরাটের IPL ভাগ্য WPL এ বইছেন স্মৃতি!

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এবং স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) দু’জনই ভারতীয় তারকা ক্রিকেটার। এই দুই ক্রিকেটারের আরও একটা মিল রয়েছে তাঁদের জার্সি নম্বরে। দেশের হয়ে এবং আইপিএলে খেলার সময় বিরাট কোহলি পরেন ১৮ নম্বর লেখা জার্সি। তাঁর পাশাপাশি স্মৃতি মান্ধানা ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হয়ে এবং উইমেন্স প্রিমিয়ার লিগে খেলার সময় পরেন ১৮ নম্বর লেখা জার্সি। আইপিএলে বিরাট একাধিক রেকর্ড গড়েছেন। কিন্তু তাঁর ট্রফি জেতার স্বপ্নপূরণ হয়নি। উইমেন্স প্রিমিয়ার লিগের এটি দ্বিতীয় সংস্করণ চলছে। প্রথম ডব্লিউপিএলে আরসিবি টিম খেতাব জেতেনি। ক্রিকেটমহলে অনেকেই বলছেন বিরাটের আইপিএল ভাগ্য ডব্লিউপিএলে বয়ে চলেছেন স্মৃতি!

উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানা বর্তমানে আরসিবির ক্যাপ্টেন। গত উইমেন্স প্রিমিয়ার লিগে তিনিই ছিলেন বেঙ্গালুরু টিমের নেতা। বিরাট দীর্ঘদিন আইপিএলে আরসিবির অধিনায়ক ছিলেন। বর্তমানে অবশ্য আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি। তাতে কী কোহলির সঙ্গে স্মৃতির বিরাট মিল খুঁজে পাওয়া গিয়েছে তিনটি বিষয়ে।

কোন ৩ বিষয়ে আরসিবির কিং কোহলির সঙ্গে আরসিবির কুইন স্মৃতির বিরাট মিল পাওয়া গিয়েছে?

আইপিএলে বিরাট কোহলি—

  • প্রথম আইপিএলে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি।
  • আইপিএলের দ্বিতীয় মরসুমের তৃতীয় ম্যাচে প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন।
  • দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম অর্ধশতরান করেছিলেন।

ডব্লিউপিএলে স্মৃতি মান্ধানা—

  • প্রথম ডব্লিউপিএলে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি।
  • ডব্লিউপিএলের দ্বিতীয় মরসুমের তৃতীয় ম্যাচে প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন।
  • দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ডব্লিউপিএলের প্রথম অর্ধশতরান করেছিলেন।

শনি-রাতে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর দু-ম্যাচ জিতে উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করেছিল স্মৃতির আরসিবি। এ বার ডব্লিউপিএলে টানা দ্বিতীয় হার। হরমনপ্রীত কৌর-হীন মুম্বইয়ের টার্গেট ছিল মাত্র ১৩৩ রান। আরসিবি আট বোলার ব্যবহার করলেও লাভ হয়নি। ৭ উইকেটের জয়ে পয়েন্ট টেবলে ফের শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স।

Next Article