SNEHASISH GANGULY : ফের হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 14, 2021 | 4:11 PM

কি হয়েছে স্নেহাশিসের? শুক্রবার রাতে হঠাৎই বুকে ব্যাথা অনুভূত হয়। তার সঙ্গে জ্বর। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্নেহাশিস।

SNEHASISH GANGULY : ফের হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
হাসপাতালে স্নেহাশিস

Follow Us

কলকাতাঃ ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সিএবির বর্তমান সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জ্বর, সঙ্গে প্রচন্ড বমি। সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত স্থিতিশীল। লন্ডন থেকে দাদার খবর পেয়ে উদ্বিগ্ন ভাই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কি হয়েছে স্নেহাশিসের? শুক্রবার রাতে হঠাৎই বুকে ব্যাথা অনুভূত হয়। তার সঙ্গে জ্বর। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্নেহাশিস। তাই নতুন করে বুকে ব্যাথা শুরু হওয়ায় পরিবার চিন্তায় পড়ে যায়ষ। সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার গভীর রাতে চিকিৎসকরা জানান, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল। ইসিজি রিপোর্টেও তেমন কিছু মেলেনি। পেটেও সমস্যা থাকায় করা হবে ইউএসজি। পরিবার সূত্রের খবর, কয়েকদিন পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে স্নেহাশিস কে। স্নেহাশিসের পরিবাারের সঙ্গে সারাক্ষণ রয়েছেন সৌরভের দুই বন্ধু জয়দীপ মুখোপাধ্যায় ও সঞ্জয় দাস। দুজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সৌরভ। প্রসঙ্গত, এখন স্ত্রী ডোনাকে নিয়ে এখন ইংল্যান্ডে রয়েছেন বিসিসিআই সভাপতি। ভারত-ইংল্যান্ড সিরিজে বোর্ডের কাজে তিনি এখন বিলেতে।

সিএবির সচিবের আকস্মিক অসুস্থতায় হঠাৎই চিন্তা ক্রিকেটমহলে। নিয়মিত সিএবি কর্তারা খোঁজ নিচ্ছেন স্নেহাশিসের।

Next Article