সৌরভ কেন বিরাট বিতর্ক নিয়ে মুখ খুলল? প্রশ্ন দিলীপ বেঙ্গসরকরের
বিরাট কোহলিকে (Virat Kohli) ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর নানা মন্তব্য উঠে এসেছে। দিলীপ নিজে এক সময় নির্বাচকদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ফলে তিনি মনে করছেন, সৌরভের নির্বাচকদের হয়ে কথা বলার কোনও মানে নেই।
নয়াদিল্লি: বিরাট-বিসিসিআই বিতর্কে সরগরম ভারতীয় ক্রিকেট (Indian Cricket)। একের পর এক প্রাক্তনী এই নিয়ে তাঁদের মতামত জানাচ্ছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর (Dilip Vengsarkar) এ বার বিরাট ইস্যুতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিকে আঙুল তুললেন। বিরাট কোহলিকে (Virat Kohli) ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর নানা মন্তব্য উঠে এসেছে। দিলীপ নিজে এক সময় নির্বাচকদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ফলে তিনি মনে করছেন, সৌরভের নির্বাচকদের হয়ে কথা বলার কোনও মানে নেই।
এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বেঙ্গসরকর বলেন, ‘কোহলির থেকে ওয়ান ডে দলের ক্যাপ্টেনি কেড়ে নেওয়ার ঘটনাটা দুর্ভাগ্যজনক। এটা একটা স্পর্শকাতর বিষয়। এ ব্যাপারে বিসিসিআই-এর আরও পেশাদার হওয়া উচিত ছিল।’
তাঁর মতে সৌরভ এ বিষয়ে মন্তব্য করে ঠিক করেননি। তিনি আরও বলেন, ‘আমার মতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্বাচকদের হয়ে কথা বলার কোনও মানে নেই। কারণ ও বিসিসিআইয়ের সভাপতি। নির্বাচন বা অধিনায়কত্ব নিয়ে যে কোনও সমস্যা হলে, সে ব্যাপারে নির্বাচক কমিটির চেয়ারম্যানের কথা বলা উচিত।’
তিনি আরও বলেন, ‘সৌরভ এই বিষয়ে আগেই কথা বলেছিল। এরপর বিরাট কোহলি নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছিল। কিন্তু আমার মনে হয়, এটা তো নির্বাচক ও অধিনায়কের মধ্যেকার ব্যাপার। একজনকে অধিনায়ক বাছা বা অধিনায়কত্ব থেকে সরানোটা নির্বাচন কমিটির কাজ, এই বিষয়ে কথা বলার এক্তিয়ার বোর্ড সভাপতির নেই।’
আরও পড়ুন: Top Cricket Moments: ছবিতে দেখুন ২০২১ সালে ক্রিকেটের সেরা মুহূর্ত
আরও পড়ুন: IPL Auction: আইপিএলের মেগা নিলাম ৭-৮ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে