ভারতীয় ক্রিকেটে কোহলি বনাম বিসিসিআই কাণ্ড - ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকল এক নতুন বিতর্কের। টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেন্সি স্বেচ্ছায় ছাড়লেও, বিরাটকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে নির্বাচকরা সরিয়ে দিয়েছে। যদিও আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বোর্ড চায়নি টি-২০ নেতৃত্ব থেকে বিরাট নিজেকে সরিয়ে নিন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিরাট। যার ফলে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে তাঁকে সরানোর যুক্তি হিসেবে কাজ করেছে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত। কিন্তু প্রোটিয়া সফরে যাওয়ার আগে ভিকে জানিয়ে দেন, ‘টেস্ট টিম বাছার দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলাম, আমি ওয়ান ডে টিমের ক্যাপ্টেন নই।’ বিরাটের এই মন্তব্যের পর থেকেই সৌরভের বোর্ড রীতিমতো প্রশ্নের মুখে পড়েছিল।