Sourav Ganguly: মহারাজের প্রত্যাবর্তন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটের ‘খেলা ঘোরাবেন’ সৌরভ?
Sourav Ganguly Contest CAB President Election: কিন্তু সেবার তাঁর পরিবর্তে দাদা স্নেহাশিস এগিয়ে দেন তিনি। কিন্তু এই বছর কি সেই সমীকরণে কোনও বদল ঘটবে নাকি সব জল্পনাকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে আসবেন স্নেহাশিসই? প্রশ্ন তুলছেন একাংশ।

কলকাতা: বঙ্গ ক্রিকেটের প্রশাসনিক মসনদে ফিরছেন ‘মহারাজ’? সেই নিয়েই এখন তুমুল জল্পনা। দিন পেরতেই রয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই কি খেলা ঘুরিয়ে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এই প্রশ্নই এখন ভাসছে বাংলার ক্রিকেট মহলে। আর যদি তেমনটাই হয়, তা হলে ছয় বছর পর সিএবি-র সভাপতি পদে ফিরতে পারেন সৌরভ।
বর্তমানে সিএবি-র এই পদে রয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। কিন্তু লোধা কমিটির নিয়ম বলছে, এই পদের মেয়াদ ফুরিয়ে এসেছে। সেই সূত্র ধরেই রবিবার পর্যন্ত ধার্য করা হয়েছে নতুন কমিটি তৈরির মনোনয়ন জমার দিন। কিন্তু হাতে যখন আর ২৪ ঘণ্টাও নেই, তখনও কাউকেই গিয়ে মনোনয়ন জমা দিতে দেখা গেল না। বছর তিনেক আগেই সৌরভের মুখে শোনা গিয়েছিল প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর কথা। কিন্তু সেবার তাঁর পরিবর্তে দাদা স্নেহাশিসকে এগিয়ে দেন তিনি। তবে কি এই বছর সেই সমীকরণে কোনও বদল ঘটাতে চলেছেন তিনি নাকি সব জল্পনাকে পিছনে ফেলে দিয়ে ফের এগিয়ে আসবেন স্নেহাশিসই? প্রশ্ন তুলছেন একাংশ।
সিএবি-র একটি কমিটিতে মোট পাঁচটি পদ রয়েছে। সূত্রে খবর, সেই পাঁচ পদে দৌড়ে এগিয়ে রয়েছেন সৌরভ ও সৌরভ ঘনিষ্ঠরাই। রবিবার সকালেই সেই পাঁচ নাম চূড়ান্ত করতে পারেন সৌরভ। প্রেসিডেন্ট পদে দেখা যেতে পারে তাঁকে। সিএবি সচিব ও কোষাধ্যক্ষের পদে ভাসছে বাবলু কোলে এবং সৌরভের বাল্যকালের বন্ধু সঞ্জয় দাসের নাম। এছাড়াও সহ-সচিব ও সহ-সভাপতি পদে ভাসছে মদন ঘোষ ও নিশীথরঞ্জন দত্তের নাম। তবে গোটাটাই জল্পনা। এছাড়াও, নাম ভাসছে শ্রীমন্ত মল্লিক, সুব্রত সাহা-সহ ময়দানের পোড় খাওয়া কর্তা সুবীর (বাবলু) গাঙ্গুলীর ছেলে সৌমিক গঙ্গোপাধ্যায়েরও।
