AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ‘বেল্ট দিয়ে মেরেছিল’, সৌরভ গঙ্গোপাধ্যায় কী এমন করেছিলেন?

Sourav Ganguly Unknown Story: যেখানেই যান, সাফল্য আনেন। সেটা ক্রিকেটার, ক্যাপ্টেন হিসেবে যেমন করেছেন, তেমনই বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক হিসেবেও। সেই সৌরভকে বেল্ট দিয়ে মেরেছিলেন! এই কথাও বিশ্বাসযোগ্য? সৌরভ নিজেই সেই ঘটনা জানিয়েছেন।

Sourav Ganguly: 'বেল্ট দিয়ে মেরেছিল', সৌরভ গঙ্গোপাধ্যায় কী এমন করেছিলেন?
Image Credit: Tom Shaw/Getty Images
| Updated on: Feb 15, 2025 | 12:15 AM
Share

বাংলা ও বাঙালির হার্টথ্রব। ক্রিকেট বিশ্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা অজানা নয়। দাদা, মহারাজ, প্রিন্স অব ক্যালকাটা। সতীর্থদের কাছে জনপ্রিয় ‘দাদি’ নামেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব সকলকেই মুগ্ধ করে। তিনি যেখানেই যান, সাফল্য আনেন। সেটা ক্রিকেটার, ক্যাপ্টেন হিসেবে যেমন করেছেন, তেমনই বাংলা ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক হিসেবেও। সেই সৌরভকে বেল্ট দিয়ে মেরেছিলেন! এই কথাও বিশ্বাসযোগ্য? সৌরভ নিজেই সেই ঘটনা জানিয়েছেন।

সৌরভের বাড়িকে কার্যত প্রাসাদও বলা যায়। সেখানে যেমন ক্রিকেটের মাঠ ছিল, তেমনই ফুটবল খেলার জায়গাও। কিন্তু কাল হয়েছিল একটি এয়ারগান। ক্রিকেট খেলে প্রতিবেশীদের বাড়ির কাচ ভেঙেছিলেন কি না এই প্রশ্ন করা হয় তাঁকে। একটি অনুষ্ঠানে এই নিয়েই মজার কথা বলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান ছেলেবেলার সেই দুষ্টুমির গল্প।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে সৌরভ হাসি মুখে বলেন, ‘বলের চেয়ে বেশি বন্দুক দিয়ে বেশি কাচ ভেঙেছি। পৈতের সময় বাবা আমাকে ও এক পিসতুতো ভাইকে এয়ারগান কিনে দিয়েছিল। তখন প্রতিবেশিদের (পডুন ডোনাকে) চিনতাম না। কাজ ছিল, প্রথম ছয় দিন পাড়ার যত বাড়ি আছে তার কাচ ভাঙার। তার জন্য বাবার বেল্টের দশ ঘা-ও খেয়েছিলাম।’

পুরো ঘটনা প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ‘পাশের বাড়িতে একজন থাকতেন, তখন ওনার ৬৫ বছর। উনি রাতের বেলায় বারান্দায় বসে থাকতেন। উনি ঘটনাটা দেখেছিলেন। বাবার কাছে অভিযোগ হয়। বাবা খুব সুন্দর সুন্দর বেল্ট পরতেন। সারাদিন কাজ করে এসে বাড়িতে এমন অভিযোগ পেয়েই বেল্ট কোমর থেকে পিঠে আসত।’ শাশ্বত মজা করে বলেন, ওই জন্যই লর্ডসে জার্সি খুলে ঘোরালেও পিঠ দেখাননি সৌরভ। তা হলে দাগগুলি দেখা যেত। সৌরভও হাসিতে ফেটে পড়েন।