প্রতিটা প্রজন্মেই ক্রিকেট বিশ্বকে শাসন করেন কোনও না কোনও ব্যাটার। এই প্রজন্মে নিঃসন্দেহে সেই ব্যাটারের নাম বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কিং কোহলি। প্রাথমিক ভাবে প্রথম দু-ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর বোর্ড জানায়, বাকি তিন ম্যাচেও পাওয়া যাবে না। চোট রয়েছে লোকেশ রাহুলের। কঠিন সময়ে ভরসা হয়ে উঠেছেন তরুণ ক্রিকেটাররা। ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভবিষ্যৎ তারকা বেছে নিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাজকোটে ইংল্যান্ডকে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। অভিষেক টেস্টে দু-ইনিংসেই হাফসেঞ্চুরি সরফরাজ খানের। তরুণ ব্রিগেড নিয়েই অনবদ্য পারফরম্যান্স। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। বাকি দুই ম্যাচেও কঠিন লড়াই। তবে তরুণ ক্রিকেটাররা যে ভাবে পারফর্ম করছেন, মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়।
ডাবল সেঞ্চুরিয়ন যশস্বী জয়সওয়ালকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ফ্যান্টাস্টিক প্লেয়ার। ও ভবিষ্যতের তারকা। বরং আমি বলব, ও সব ফরম্যাটের ভবিষ্যৎ।’ তারকা ক্রিকেটার বেছে নেওয়া হয় SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশে পারফরম্যান্সের উপরেই। সৌরভ অবশ্য এখন থেকেই বলে দিচ্ছেন, ‘যশস্বীকে একটু সময় দিতে হবে। আমি নিশ্চিত, ও সেনা কাউন্ট্রিতেও পারফর্ম করবে।’
তেমনই সরফরাজের পারফরম্যান্সেও মুগ্ধ সৌরভ। যদিও দ্রুত বড় কোনও মন্তব্য করতে নারাজ। সৌরভ বরং বর্তমানেই থাকতে চান। বলছেন, ‘খুবই ভালো, ও যে ভাবে পারফর্ম করল প্রশংসারই যোগ্য। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। সেখান থেকে ডেবিউ। আর ডেবিউ ম্যাচে ভালো পারফর্ম করেছে। তবে আমার মতে, এখনও অনেকটা পথ বাকি। ভারতের বাইরে ভালো খেলতে হবে। কেরিয়ারের শুরুটা দুর্দান্ত করল।’