Rohit Sharma: রোহিত প্লিজ না… রাজকোটে দর্শকদের বিশেষ আর্জি

Feb 19, 2024 | 12:01 AM

India vs England: ইংল্যান্ডের প্রথম ইনিংসে হয়েছিল ৩১৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ১২২ রানেই শেষ ইংলিশব্রিগেড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে (৪৩৪ রানের) জিতেছে ভারত। রাজকোট টেস্ট আপাদমস্তক বলা যায় ভারতের। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) অবশ্য দর্শকদের এক বিশেষ আর্জি রাখেননি। যা রাখলে রাজকোট টেস্ট আরও জমে যেত। কী ছিল সেই আর্জি?

Rohit Sharma: রোহিত প্লিজ না... রাজকোটে দর্শকদের বিশেষ আর্জি
রোহিত প্লিজ না... রাজকোটে দর্শকদের বিশেষ আর্জি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রাজকোটে ভুড়ি ভুড়ি রান করলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডের বেন ডাকেট ১৫৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের নজর কাড়া পারফর্মার তিনিই। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে উঠেছিল ৪৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ রান হওয়ার পর ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর সেটাই মেনে নিতে পারছিলেন না রাজকোটে রোহিত-স্টোকসদের ম্যাচ দেখতে আসা দর্শকরা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে হয়েছিল ৩১৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ১২২ রানেই শেষ ইংলিশব্রিগেড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে (৪৩৪ রানের) জিতেছে ভারত। রাজকোট টেস্ট আপাদমস্তক বলা যায় ভারতের। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) অবশ্য দর্শকদের এক বিশেষ আর্জি রাখেননি। যা রাখলে রাজকোট টেস্ট আরও জমে যেত। কী ছিল সেই আর্জি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রাজকোটে দর্শকদের বিশেষ আর্জি মানলেন না হিটম্যান… আসলে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, যে সময় রোহিত শর্মা ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করছিলেন তখন গ্যালারিতে থাকা দর্শকরা ভারত অধিনায়ককে ওই সিদ্ধান্ত না ঘোষণা করার আর্জি জানাচ্ছিলেন। কারণ ওই সময় জমে উঠেছিল যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খানের ব্যাটিং শো। সুপার সানডেতে তাই আরও রোমাঞ্চর সাক্ষী হতে চাইছিলেন রাজকোটে উপস্থিত দর্শকরা।

রোহিত যখন ইনিংস ডিক্লেয়ার করেন সেই সময় ৬৮ রানে ব্যাটিং করছিলেন সরফরাজ এবং ২১৪ রানে ছিলেন যশস্বী। প্রথম ইনিংসে সরফরাজের ব্যাটিং দেখার পর ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন দ্বিতীয় ইনিংসে সুযোগ পেলে সরফরাজ সেঞ্চুরি করবেন। রবিবার সেই সুযোগ ছিল তাঁর কাছে। তিনি ৭২ বলে ৬৮ রানে পৌঁছে যান। ফলে সেঞ্চুরি আর বেশি দূরে ছিল না। কয়েকটা ওভার কাটিয়ে দিলেই টেস্টের প্রথম শতরান চলে আসত মুম্বইয়ের ছেলের ব্যাটে। আর দর্শকরা সেটাই দেখতে চাইছিলেন। যে কারণে তাঁরা রোহিতকে অনুরোধ করছিলেন, প্লিজ ইনিংস ডিক্লেয়ার করো না…

অতীতেও এমন ঘটনা ঘটেছে, যখন সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটার সেই সময় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন ক্যাপ্টেন। ২টো উদাহরণ তুলে ধরা যাক। প্রথমত, সচিন তেন্ডুলকর ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ১৯৪ রানে ছিলেন। কিন্তু সচিনেক দ্বিশতরানের জন্য ৬ রান বাকি থাকা অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড়।

দ্বিতীয়ত, বিরাট কোহলির ১০০তম টেস্টে ১৭৫ রানে ছিলেন রবীন্দ্র জাডেজা। সেই সময় রাহুল দ্রাবিড় ছিলেন ভারতের কোচ। আর রোহিত শর্মা ক্যাপ্টেন। ওই ম্যাচে আর ২৫ রান করলেই ডাবল সেঞ্চুরি হয়ে যেত জাডেজার। কিন্তু ইনিংস ডিক্লেয়ার করার ফলে তা আর হয়ে ওঠেনি। ম্যাচের শেষে জাডেজাকে জিজ্ঞাসা করা হয় ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত কার ছিল? জাডেজা জানিয়েছিলেন সবাই মিলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Next Article