WTC Points Table: রোহিতের চক্রব্যূহতে বেসামাল বাজবল, WTC পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

Feb 19, 2024 | 12:24 AM

World Test Championship Points Table: WTC-র তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে (WTC Points Table) কত নম্বরে পৌঁছল ভারতীয় টিম?

WTC Points Table: রোহিতের চক্রব্যূহতে বেসামাল বাজবল, WTC পয়েন্ট টেবলে উন্নতি ভারতের
WTC Points Table: রোহিতের চক্রব্যূহতে বেসামাল বাজবল, WTC পয়েন্ট টেবলে উন্নতি ভারতের
Image Credit source: X

Follow Us

কলকাতা: এক বার নয়, পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু টেস্টে সেরার ট্রফি আসেনি ভারতীয় শিবিরে। আবার শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। WTC-র তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে (WTC Points Table) কত নম্বরে পৌঁছল ভারতীয় টিম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রাজকোটে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা রাজকীয় পারফরম্যান্স দেখিয়েছেন। রোহিতের চক্রব্যূহতে বেসামাল দেখিয়েছে বাজবল। ভালো পারফর্ম করার পুরস্কারস্বরূপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ৯ টেস্ট খেলিয়ে দেশের মধ্যে আট নম্বরে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড।

এক ঝলকে দেখে নিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে –

  1. নিউজিল্যান্ড – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ৩টি, হার ১টি। পয়েন্ট ৩৬। ৭৫ শতাংশ পয়েন্ট।
  2. ভারত – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলেছে। জয় ৪টি, হার ২টি ও ড্র ১টি। পয়েন্ট ৫০। ৫৯.৫২ শতাংশ পয়েন্ট।
  3. অস্ট্রেলিয়া – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ১০টি ম্যাচ খেলেছে। জয় ৬টি, হার ৩টি ও ড্র ১টি। পয়েন্ট ৬৬। ৫৫ শতাংশ পয়েন্ট।
  4. বাংলাদেশ – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ২টি ম্যাচ খেলেছে। জয় ১টি, হার ১টি। পয়েন্ট ১২। ৫০ শতাংশ পয়েন্ট।
  5. পাকিস্তান – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫টি ম্যাচ খেলেছে। জয় ২টি, হার ৩টি। পয়েন্ট ২২। ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট।
  6. ওয়েস্ট ইন্ডিজ – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ১টি, হার ২টি ও ড্র ১টি। পয়েন্ট ১৬। ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট।
  7. দক্ষিণ আফ্রিকা – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ১টি, হার ৩টি। পয়েন্ট ১২। ২৫ শতাংশ পয়েন্ট।
  8. ইংল্যান্ড – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৮টি ম্যাচ খেলেছে। জয় ৩টি, হার ৪টি, ড্র ১টি। পয়েন্ট ২১। ২১.৮৭ শতাংশ পয়েন্ট।
  9. শ্রীলঙ্কা – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ২টি ম্যাচ খেলেছে। জয় নেই একটিও, হার ২টি। পয়েন্ট ০।

 

Next Article