Sourav Ganguly: টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিত… অবাক সৌরভ!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 19, 2024 | 12:15 AM

Sourav Ganguly on T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকা সফর থেকেই শোনা যাচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। যদিও ধোঁয়াশা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই তারকা ব্যাটার স্কোয়াডেই ছিলেন না। অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলছিলেন না রোহিত ও বিরাট।

Sourav Ganguly: টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিত... অবাক সৌরভ!
সৌরভ গঙ্গোপাধ্যায়।
Image Credit source: PTI

Follow Us

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। সেখানকার পরিবেশ-পরিস্থিতি অনেকটাই ভারতের পিচ-পরিবেশের মতোই। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করা ক্রিকেটাররই বিশ্বকাপ মাতাবেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন তো সেই একজনকেও বেছে নিয়েছেন। ভারতীয় টিম কী হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে ক্যাপ্টেন্সি কে করবেন তা নিশ্চিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দক্ষিণ আফ্রিকা সফর থেকেই শোনা যাচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন রোহিত শর্মা। যদিও ধোঁয়াশা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই তারকা ব্যাটার স্কোয়াডেই ছিলেন না। অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিতে খেলছিলেন না রোহিত ও বিরাট। অবশেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই ফরম্যাটে জাতীয় দলে ফেরেন রোহিত-বিরাট। নেতৃত্ব দেন রোহিতই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব নিয়ে সামান্য ধোঁয়াশা অবশ্য ছিলই। তবে রাজকোট টেস্ট শুরুর আগের সন্ধ্যায় এক অনুষ্ঠানে বোর্ড সভাপতি জয় শাহ পরিষ্কার করে দেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই নেতৃত্ব দেবে। রোহিতের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রশ্ন শুনেই তিনি অবাক। সৌরভ বলেন, ‘রোহিত ছাড়া আর কে ক্যাপ্টেন হবে! ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে এত ভালো ক্যাপ্টেন্সি করেছে। ওকেই ক্যাপ্টেন করতে হত।’ রোহিতকে ক্যাপ্টেন করা হলেও বিরাট কোহলি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কীনা, তা যদিও নিশ্চিত নয়।

Next Article