Sourav Ganguly : ‘টেস্টে ফিরুক হার্দিক’, মনের কথা তুলে ধরলেন সৌরভ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 15, 2023 | 11:46 AM

Hardik Pandya : ২০১৮ সালে শেষ বার দেশের হয়ে সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক। সে বছরই এশিয়া কাপ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট সারিয়ে ২২ গজে ফেরার পর আর টেস্টে ফেরেননি হার্দিক।

Sourav Ganguly : টেস্টে ফিরুক হার্দিক, মনের কথা তুলে ধরলেন সৌরভ
Sourav Ganguly : 'টেস্টে ফিরুক হার্দিক', মনের কথা তুলে ধরলেন সৌরভ

Follow Us

নয়াদিল্লি : সময় এসেছে তাঁর টেস্ট ক্রিকেটে (Test Cricket) ফেরার। ভারতীয় দলের জন্য সীমিত ওভারের ক্রিকেটে তিনি অপরিহার্য। এ বার টেস্টে তাই এই ভারতীয় অলরাউন্ডারকে দেখতে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর ক্রিকেট মহলে হইচই চলছে। এই পরিস্থিতিতে মহারাজ চান সীমিত ওভারের ফর্ম্যাটে দুরন্ত ছন্দে থাকা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এ বার উচিত টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে ফেরা। ২০১৮ সালে শেষ বার দেশের হয়ে সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন হার্দিক। সে বছরই এশিয়া কাপ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট সারিয়ে ২২ গজে ফেরার পর আর টেস্টে ফেরেননি হার্দিক। মাত্র ১১টি টেস্ট ম্যাচ খেলার পর আর হার্দিকের টেস্ট কেরিয়ার থমকে যায়। সীমিত ওভারে দেশের হয়ে তিনি সফল। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে গত বার চ্যাম্পিয়ন এবং এ বার রানার্স আপ করেছেন হার্দিক। ফলে এই তারকা অলরাউন্ডারকে টেস্টে দেখতে চাওয়াটাই স্বাভাবিক। তাই সৌরভ চান, দলের কথা ভেবে টেস্টে কামব্যাক করুন হার্দিক। আর কী বললেন সৌরভ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হার্দিক পান্ডিয়ার টেস্ট ক্রিকেটে কামব্যাক নিয়ে সৌরভ বলেন, ‘আশা করি হার্দিক পান্ডিয়া শুনছে যে, আমি ওকে আবার টেস্ট ক্রিকেট খেলতে দেখতে চাই। বিশেষ করে এই পরিস্থিততে টেস্ট দলে ওকে দরকার।’ সৌরভ তো চান হার্দিক টেস্টে ফিরুন। কিন্তু তিনি কী চান? বিশ্ব টেস্ট ফাইনালের আগে হার্দিক জানিয়েছিলেন, তিনি টেস্ট খেলার জন্য প্রস্তুত নন। যখন টেস্ট টিমে নিজের জায়গা অর্জন করতে পারবেন, তখনই টেস্টে খেলবেন। তার আগে নয়।

WTC ফাইনালে ভারতের হারের পর অনেকেই বলাবলি করছিলেন, এ বার সিনিয়রদের ছেড়ে জুনিয়রদের উপর বোর্ডের ভরসা করা উচিত। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘কেবলমাত্র একটা হারের প্রেক্ষিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। ভারতে প্রতিভার অভাব নেই। তবে আমার মনে হয় বিরাট ও পূজারার জায়গায় অন্য কাউকে ভাবার সময় এখনও আসেনি। কোহলি এখন মাত্র ৩৪।’ ভারতে সত্যি প্রচুর প্রতিভা রয়েছে, এ কথা উল্লেখ করে সৌরভ বলেন, ‘ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। ঘরোয়া ক্রিকেটেও একাধিক দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। ওরা অনেক রানও করছে। কখন ওদের সুযোগ দেওয়া হবে, সেটা স্থির করতে হবে নিজেদেরই। জয়সওয়াল, পাতিদার রয়েছে। বাংলার হয়ে প্রচুর রান করা অভিমন্যু ঈশ্বরণও রয়েছে। শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ ক্রিকেটারও রয়েছে।’

Next Article