চেন্নাই: মাঠে তাঁর কাণ্ডকারখানা হইচই ফেলে দেয় ক্রিকেট বিশ্বে। মাঠে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) থাকবেন, আর অভিনব কিছুর দেখা মিলবে না এমনটা হতেই পারে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একাদশে ছিলেন না। দেশে ফিরে এসে তামিলনাড়ু প্রিমিয়র লিগে (TNPL 2023) ডিন্ডিগুল ড্রাগন্সের হয়ে খেলছেন অশ্বিন। বুধবার রাতে তাঁর দলের ম্যাচ ছিল ত্রিচির বিরুদ্ধে। ম্যাচ চলাকালীন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি ড্রাগন্সের ক্যাপ্টেন অশ্বিনের। তাঁর জেদে একই বলে দু’বার রিভিউ নিতে বাধ্য হলেন আম্পায়াররা। DRS-এর পাল্টা DRS-র অভিনব চ্যালেঞ্জ দেখে অবাক ক্রিকেট জগৎ। শেষমেশ কার জয় হল? বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
১৩তম ওভারের শেষ বলে অশ্বিনের বলে উইকেটকিপার বাবা ইন্দ্রজিৎকে ক্যাচ দেন ত্রিচির ব্যাটার রাজকুমার। অশ্বিন আবেদন করলে সঙ্গে সঙ্গে অন ফিল্ড আম্পায়ার আউট দেন। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রিভিউ নেন ত্রিচির ব্যাটার। তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে জানান, রাজকুমার নটআউট। ব্যাটের সঙ্গে মাটির ঘর্ষণ হয়। যে কারণে আলট্রা এজে স্পাইক ধরা পড়ে। সেটা কেবল ব্যাটের মাটিতে আঘাত করার জন্য। বল ব্যাটে খুব কাছ দিয়ে গেলেও তা স্পর্শ করেনি। তৃতীয় আম্পায়ারের এতে মোটেও সন্তুষ্ট ছিলেন না অশ্বিন। আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় তাঁকে। এরপর পাল্টা ডিআরএস-কে চ্যালেঞ্জ করে রিভিউ নেন অশ্বিন। অর্থাৎ, একটি বলের জন্য ব্যাটিং ও বোলিং উভয় দলই ডিআরএস নিলেন। যদিও এরপরও আউট হননি ত্রিচির ব্যাটার রাজকুমার। এবারও থার্ড আম্পায়ার একই ভিডিও রিপ্লে দেখান এবং শেষমেশ রাজকুমার বেঁচে যান।
#TNPL2023
2 reviews in one ball, one by batter and one by bowler (Ashwin).Rarest of incident in world cricket
Chad Ashwin pic.twitter.com/XPWIfobD5M— ??? (@superking1816) June 14, 2023
ম্যাচে অশ্বিন ডিন্ডিগুলের হয়ে দুটি উইকেট নেন। ম্যাচে ত্রিচি মাত্র ১২০ রান তুলতে পেরেছিল। জবাবে অশ্বিনের ডিন্ডিগুল ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ম্যাচ জিতে নেয়।