Sourav Ganguly: ময়দানে দাদা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতে স্বপ্নপূরণ তরুণ ক্রিকেটারদের

Dec 01, 2024 | 7:53 PM

Sourav Ganguly at Maidan: ইডেনের বাইরে প্রতি বিকেলেই দাদার অপেক্ষায় থাকতেন ক্রিকেট প্রেমীরা। কখনও বেরোতে অনেকটা রাত হলেও ভিড় কমত না। দাদা একটু হাত নাড়ালেই যেন বিশাল প্রাপ্তি। সেই ভিড়ে থাকতেন অনেক উঠতি ক্রিকেটারও। আর এ বার দাদা নিজেই ময়দানে!

Sourav Ganguly: ময়দানে দাদা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাতে স্বপ্নপূরণ তরুণ ক্রিকেটারদের
Image Credit source: CAB

Follow Us

ময়দান থেকেই উত্থান। ময়দানে ফিরতে কার না ভালো লাগে! তবে এখন শুধু তাঁর ভালো লাগা নয়, অনেকের স্বপ্নপূরণও হয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু বছর। তাতে দাদাগিরি একবিন্দুও কমেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেলে ক্রিকেট প্রেমীরা কার্যত হামলে পড়েন। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি থাকাকালীন নিয়মিতই ইডেনে আসতেন। ইডেনের বাইরে প্রতি বিকেলেই দাদার অপেক্ষায় থাকতেন ক্রিকেট প্রেমীরা। কখনও বেরোতে অনেকটা রাত হলেও ভিড় কমত না। দাদা একটু হাত নাড়ালেই যেন বিশাল প্রাপ্তি। সেই ভিড়ে থাকতেন অনেক উঠতি ক্রিকেটারও। আর এ বার দাদা নিজেই ময়দানে!

স্মৃতির ময়দানে বেরিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। দেশের প্রাক্তন অধিনায়ক। বোর্ডের প্রাক্তন সভাপতি। সৌরভ গঙ্গোপাধ্যায় ময়দানে! কলকাতার ক্লাব ক্রিকেটারদের যেন বিশ্বাসই হচ্ছিল না। নানা ক্লাবের ক্রিকেটাররাই হঠাৎ দাদাকে দেখে চমকে যান। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের খেলতে দেখছেন! ময়দানে বেশ কিছু ম্যাচের আশেপাশেই হেঁটে বেরালেন সৌরভ।

এই খবরটিও পড়ুন

সৌরভকে দেখে তরুণ ক্রিকেটাররা প্রেরণা পেলেন। সুন্দর মুহূর্ত তৈরি হল। সকলে মিলে ছবি তোলারও সুযোগ পেলেন। দাদাকে এত কাছে পাওয়া সব সময় হয় না। স্বাভাবিক ভাবেই দুর্দান্ত স্মৃতি তৈরি হল। সকল ক্রিকেটারদের যেন কেরিয়ারের অন্যতম সেরা দিন হয়ে থাকল। বলা যায় সৌরভ সুপার-সান ডে।

Next Article