AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket Record: বিশ্বের প্রথম ব্যাটার! ডাবল সেঞ্চুরির ইতিহাস প্রোটিয়া তরুণের

Youth ODI cricket: কয়েক দিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ১৮ বছরের প্রোটিয়া শ্যালউইক। জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেন। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারালেও তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়তে দেননি।

Cricket Record: বিশ্বের প্রথম ব্যাটার! ডাবল সেঞ্চুরির ইতিহাস প্রোটিয়া তরুণের
Image Credit: ZIMBABWE CRICKET
| Updated on: Jul 25, 2025 | 7:45 PM
Share

যুব ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস প্রোটিয়া ব্যাটারের। আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড অনেক রয়েছে। কিন্তু যুবদের ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল ১৯১ রান। শ্রীলঙ্কার হসিত বয়োগোড়া এই স্কোর করেছিলেন। এ বার দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার জোরিখ ভ্যান শ্যালউইক যুবদের ক্রিকেটে ইতিহাস গড়লেন। যুবদের ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস। ২১৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন জিম্বাবোয়ের বিরুদ্ধে।

কয়েক দিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ১৮ বছরের প্রোটিয়া শ্যালউইক। জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেন। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারালেও তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়তে দেননি। ৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শ্যালউইক। এরপরই গতি বাড়ান। সেঞ্চুরি পূর্ণ করেন ৮৬ ডেলিভারিতে। আর এতেই টানা দি-ম্যাচে সেঞ্চুরি শ্যালউইকের। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন গত ম্যাচে। মন্দ আলোয় খেলা বন্ধ না হলে হয়তো গত ম্যাচেই ইতিহাস গড়ে ফেলতেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে এ দিন বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছন জোরিখ ভ্যান শ্যালউইক। ১৪৫ বলে মাইলফলকে পৌঁছন তিনি। সব মিলিয়ে ২১৫ রানের চোখ ধাঁধানো ইনিংস। শ্যালউইকের এই ইনিংসের সৌজন্যে জিম্বাবোয়েকে ৩৮৬ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। শ্যালউইকের এই ইনিংস যুবদের ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক স্কোর। তেমনই দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের মধ্যেও। অনূর্ধ্ব ১৯ স্তরে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল কিংবদন্তি জ্যাক রুডলফের। ২০০০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন। সব রেকর্ড ছাপিয়ে শীর্ষে ১৮ বছরের শ্যালউইক।