T20 World Cup 2022: প্রথমবার কুড়ি-বিশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে প্রোটিয়ারা

মার্ক বাউচারের দক্ষিণ আফ্রিকা কুড়ি-বিশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য়ে নামতে চলেছে। সুপার টুয়েলভে ২৪ অক্টোবর রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ।

T20 World Cup 2022: প্রথমবার কুড়ি-বিশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে প্রোটিয়ারা
প্রথমবার কুড়ি-বিশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে প্রোটিয়ারা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 8:30 AM

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সংস্করণ আয়োজিত হয়েছিল ২০০৭ সালে, দক্ষিণ আফ্রিকায় (South Africa)। ক্রিকেটের এই মেগা ইভেন্টের গত সাতটি সংস্করণে খেলেছে প্রোটিয়ারা। কিন্তু তারা এক বারও টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি। ২০০৯ এবং ২০১৪ সালে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। মার্ক বাউচারের দক্ষিণ আফ্রিকা কুড়ি-বিশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য়ে নামতে চলেছে। সুপার টুয়েলভে ২৪ অক্টোবর রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ। তার আগে TV9Bangla-তে জেনে নিন বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের অবস্থা কেমন?

গত বারের টি২০ বিশ্বকাপ আর এ বারের টি২০ বিশ্বকাপের জন্য যে স্কোয়াড বেছে নিয়েছে নেলসন ম্যান্ডেলার দেশ, তাতে রয়েছে মাত্র নতুন চারটি নাম। ওয়েন পার্নেল, রাইলি রোসো দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন বেশ কয়েক বছর পর। যত প্লেয়ারই থাকুক না কেন, প্রোটিয়া শিবির পুরো টুর্নামেন্টে তারকা ক্রিকেটার রসি ভ্যান দার দুসেনের অভাব অনুভব করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন তিনি চোট পেয়ে ছিটকে যান। যে কারণে, তাঁকে বিশ্বকাপেও পাওয়া যাচ্ছে না। ডোয়াইন প্রিটোরিয়াসও এ বার নেই প্রোটিয়া শিবিরে। প্রিটোরিয়াসের বদলে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে রয়েছেন মার্কো জানসেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পাঁচ উইকেট (ফাইফার) নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

অস্ট্রেলিয়ার বাউন্সি পিচ এবং সেখান কার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বাজিমাত করতে পারে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম বার কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ রয়েছে। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে একটি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাদের সেমিফাইনালে উঠতে হলে, উপমহাদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য অর্জন করতে হবে। দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকা এ বারের বিশ্বকাপের ডার্ক হর্স বলেছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ফলে তারা যে বিশ্বকাপের মঞ্চে অঘটন ঘটিয়ে দেবে না, তা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না।

আইসিসি টি২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক থেকে দশের মধ্যে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার রয়েছেন। এইডেন মার্করাম এবং কুইন্টন ডি’কক যথাক্রমে রয়েছেন চার ও দশ নম্বরে। দক্ষিণ আফ্রিকার তারকা বোলার তাবরাইজ শামসি রয়েছেন আইসিসি প্রকাশিত টি২০ ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে। তাঁর আগে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। কেশব মহারাজকে সাহায্য করতে পারেন শামসি। বোলিং আক্রমণে শান দিতে তৈরি অনরিখ নর্টজে, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডারাও।