কলকাতা: সেমিফাইনালের ঘণ্টা বেজে গিয়েছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand)। দ্বিতীয় পরীক্ষায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালই নিশ্চিত করে দেবে ফাইনালের ভাগ্য। কে হাসবে শেষ হাসি তা দেখার আশায় গোটা বিশ্ব। বৃহস্পতিবারের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (South Africa vs Australia) দ্বৈরথে চোখ ক্রিকেটপ্রেমীদের। দুই দলই ধারে ও ভারে শক্তিশালী। এ বার ‘চোকার্স’ তকমা ঘোচানোর লক্ষ্যে অজিদের মুখোমুখি হবে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। কোথায়, কখন দেখবেন এই মেগা ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি হবে ১৬ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি কখন হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটির টস কখন হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি কোথায় দেখবেন?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি এই হাইভোল্টেজ ম্য়াচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটির প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।