SA vs BAN ICC WC Match Preview: বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার সামনে আজ চাপে থাকা বাংলাদেশ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 24, 2023 | 7:30 AM

South Africa vs Bangladesh ICC world Cup 2023: স্বপ্নের ওয়াংখেড়েতে গত ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। বাংলাদেশের বিরুদ্ধে ফিরতে পারেন। প্রস্তুতিতে ছিলেন। ফিট হয়ে উঠেছেন। তবে তিনি না খেললেও সমস্যা হওয়ার কথা নয় প্রোটিয়াদের। ক্যাপ্টেন ফিরলে একাদশ বাছাই নিয়ে প্রবল চাপে পড়তে হবে। গত ম্যাচে তাঁর জায়গায় খেলা রিজা হেনড্রিক্স অনবদ্য একটা ইনিংস উপহার দিয়েছেন। ছন্দে রয়েছেন এইডেন মার্কর‌্যাম, রাসি ভ্যান ডার ডুসেনরা।

SA vs BAN ICC WC Match Preview: বিধ্বংসী দক্ষিণ আফ্রিকার সামনে আজ চাপে থাকা বাংলাদেশ
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: বিধ্বংসী বললেও যেন কম বলা হয়। দক্ষিণ আফ্রিকা এখন তেমন মেজাজেই। টুর্নামেন্টে একটা বড় রকমের হোঁচট খেয়েছিল প্রোটিয়ারা। তথাকথিত ছোট দল নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের মানসিকতায় ধাক্কা দিলেও দুর্দান্ত প্রত্য়াবর্তন করেছে প্রোটিয়ারা। গত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে চমকে দেওয়া পারফরম্যান্স। প্রথমে ব্যাট করে বোর্ডে ৩৯৯ রান। এর পর ইংল্যান্ডের মতো দলকে মাত্র ১৭০ রানেই গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং প্যারাডাইসে ক্লাস ইনিংস খেলেছিলেন ক্লাসেন। আজ একই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টুর্নামেন্টে একটা ম্যাচ বাদ দিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিধ্বংসী মেজাজে রয়েছে। গত ম্যাচে যে দল ৩৯৯ করেছে তাদের সামনে কেই বা নামতে চাইবে! যদিও ক্রিকেট চূড়ান্ত অনিশ্চয়তার খেলা। এই বিশ্বকাপ বারবার সেটা করে দেখিয়েছে। প্রোটিয়াদের আটকাতে হলে বাংলাদেশকেও এমন কিছুই করতে হবে। প্রত্যাশার বাইরে গিয়ে পারফর্ম করতে হবে। বাংলাদেশ মানসিক ভাবে কিছুটা ভালো জায়গায় থাকার সুযোগ পেয়েছে। ভারতের বিরুদ্ধে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বইতে প্রস্তুতি সেরেছেন সাকিব। ফিট হয়ে উঠেছেন। এই ম্যাচে খেলবেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গভীরতা বাড়বে।

স্বপ্নের ওয়াংখেড়েতে গত ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। বাংলাদেশের বিরুদ্ধে ফিরতে পারেন। প্রস্তুতিতে ছিলেন। ফিট হয়ে উঠেছেন। তবে তিনি না খেললেও সমস্যা হওয়ার কথা নয় প্রোটিয়াদের। ক্যাপ্টেন ফিরলে একাদশ বাছাই নিয়ে প্রবল চাপে পড়তে হবে। গত ম্যাচে তাঁর জায়গায় খেলা রিজা হেনড্রিক্স অনবদ্য একটা ইনিংস উপহার দিয়েছেন। ছন্দে রয়েছেন এইডেন মার্কর‌্যাম, রাসি ভ্যান ডার ডুসেনরা। লোয়ার অর্ডারে ডেভিড মিলার এবং ক্লাসেন স্বপ্নের ফর্মে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আক্রমণ যে কোনও দলের ত্রাস।

কাগিসো রাবাডা, জেরাল্ড কোৎজেও বিধ্বংসী ফর্মে। দক্ষিণ আফ্রিকা কম্বিনেশনে ভারসাম্য এসেছে মার্কো জানসেনের সৌজন্যে। বল হাতে নিয়মিত নজর কাড়ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিকে বিধ্বংসী একটা ইনিংস খেলেন। সেই ম্যাচের পুনরাবৃত্তিতেই লক্ষ্য প্রোটিয়া শিবিরের। বাংলাদেশের কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ।

Next Article