TV9 বাংলা ডিজিটাল : করোনার ধাক্কা দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (South Africa vs England) সিরিজে। শুক্রবার তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু খেলা শুরু আগে খারাপ খবর। আরও এক প্রোটিয়া (South Africa) ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাই প্রথম ম্যাচ সহ গোটা সিরিজটাই পিছিয়ে দিতে হচ্ছে। শুক্রবারের বদলে একদিনের সিরিজের প্রথম ম্যাচ হবে রবিবার।
CONFIRMED: Cricket South Africa and @ECB_cricket confirm the postponement of the first #BetwayODI of the three-match series to Sunday, 06 December 2020. #SAvENG pic.twitter.com/wRXpr7YYA9
— Cricket South Africa (@OfficialCSA) December 4, 2020
দুই দলের ক্রিকেটার, কর্মকর্তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবারও করোনা আক্রান্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। তবে প্রথম একদিনের ম্যাচের আগে এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় প্রশ্ন উঠছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের ভূমিকা নিয়ে। টি-২০ সিরিজ খেলেছে দুই দল, তারপর কীভাবে একজন করোনা আক্রন্ত হতে পারে? বায়ো বাবল বা কোভিড বিধিতে কোথাও ফাঁক থেকে গেছে কি? প্রশ্ন ক্রিকেট মহলের।
টি-২০ সিরিজ শুরুর আগেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে করোনা থাবা বসায়। করোনা আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেশনেও রাখা হয়। করোনার ধাক্কা কাটিয়ে মাঠে নামেন প্রোটিয়া ক্রিকেটাররা। কিন্তু টি-২০ সিরিজে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ হতে হয় তাদের। এবার একদিনের সিরিজের শুরুতেই আবার কোভিড আক্রমণ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররা মানসিক ভাবে হতাশ।