সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালে গৌতম এবং নাতাশা সাতপাকে বাঁধা পড়েন। ২২ গজ থেকে অবসর নিলেও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত গৌতি। সঙ্গে আছে সাংসদ হিসেবে দায়িত্ব। চরম ব্যস্ততার মাঝেও ছুটিতে ফুরফুরে মেজাজে 'গম্ভীর' ফ্যামিলি।