TV9 বাংলা ডিজিটাল : ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের (India vs Australia) বাকি ২ টি (T20Is) ম্যাচে খেলবেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর বদলে জাতীয় দলে জায়গা করে নিলেন শার্দুল ঠাকুর। শুক্রবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে স্টার্কের বাউন্সারে মাথার বাঁ-দিকে চোট পান স্যার জাদেজা। মাথায় চোট পাওয়ার পরও জাদেজা আরও চার বল খেলেন। কার্যত তার ব্যাটে ভর করেই ১৬১ রান করে ভারত। ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন জাদেজা।
আরও পড়ুন : জাদেজার বদলে চাহাল, প্রথমবার কনকাসন সবস্টিটিউট ব্যবহার টিম ইন্ডিয়ার
বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, বিরতির সময় ড্রেসিং রুমে মেডিকেল টিম জাদেজার চোটের পরীক্ষা করে। তারপরই ম্যাচ রেফারির কাছে ভারতীয় দল, কনকাশন সাব নেওয়ার আবেদন জানায়। এখন পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজ পুনরায় তাঁর স্ক্যান করা হবে। হ্যামস্ট্রিংয়ে আগেই চোট পেয়েছিলেন জাদেজা। ম্যাচের মধ্যে তাঁকে খুড়িয়ে হাঁটতেও দেখা যায়। তার সঙ্গে যোগ হয় মাথায় চোট। তাই তিনি আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের ২টি টি-২০ ম্যাচে খেলছেন না।
ALERT ?: Ravindra Jadeja ruled out, Shardul Thakur added to #TeamIndia squad for T20I series against Australia #AUSvIND
More details here ?https://t.co/MBw2gjArqU pic.twitter.com/E3a3PkC1UF
— BCCI (@BCCI) December 4, 2020
জাদেজার চোটের জন্য যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal) কনকাশন সাব হিসেবে মাঠে নামেন। অসাধারণ বোলিং করে ভারতকে জেতানোর পাশাপাশি চাহল ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন। চাহল কনকাশন সাব হিসেবে মাঠে নেমে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ১১ রানে প্রথম টি-২০ ম্যাচ জেতে ভারত।
আরও পড়ুন: প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারাল কোহলির দল