প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারাল কোহলির দল

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) ১১ রানে হারল ভারত (India)। তিনটি করে উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে জয় এনে দিলেন চাহাল (Chahal) ও নবাগত পেসার টি নটরাজন (T Natrajan)।

প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারাল কোহলির দল
টি নটরাজনকে নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 6:59 PM

ক্যানবেরা – একদিনের সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছিল। সেই আত্মবিশ্বাসে ভর করেই টি-২০ (t20) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) ১১ রানে (11 runs) হারাল টিম ইন্ডিয়া (India)। তিন ম্য়াচের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাটের দল। তিনটি করে উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তা দেখান টি নটরাজান ও যুজবেন্দ্র চাহাল।

মানুকা ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। কেএল রাহুল ৫১ রান করলেও বিরাট-ধাওয়ানদের ব্যাট এদিন চুপ ছিল। মিডিল অর্ডারে কিছুটা ভারসা দিলেন সঞ্জু স্যামসন। এরপর শেষ বেলায় ঝড় উঠে জাদেজার ব্যাটে। ২৩ বলে ৪৪ রানের ইনিংস। জাড্ডুর ব্যাটে ভর করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬১ রান করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন মোজেস হেনরিকেজ।

আরও পড়ুুন –  জাদেজার বদলে চাহাল, প্রথমবার কনকাসন সবস্টিটিউট ব্যবহার টিম ইন্ডিয়ার

শেষ ওভারে চোট পাওয়ায় ফিল্ডিং করেতে নামেননি জাদেজা। ভারত কনসাকসন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামায় চাহালকে (Chahal)। সেটাই যেন মাস্টার স্ট্রোক হয়ে ওঠে। শুরুতে দীপক চাহার, মহম্মদ সামিরা ছন্দ না পেলেও ওয়াশিংটন সুন্দরের মাপা বোলিং অজি ব্যাটিংয়ের ওপর চাপ তৈরি করে। সেই চাপের ফসল তুলে তিনটি উইকেট তুলে নেন চাহাল। এরপর স্লগ ওভাবে কামাল দেখান নবাগত তরুণ পেসার টি নটরাজন(T Natrajan)। ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। ২০ ওভারে ১৫০ রানে থেমে যায় অজিদের ইনিংস। ম্যাচের সেরা হন কনকাসন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা যুজবেন্দ্র চাহাল। রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ সিডনিতে।