South Africa vs West Indies Match Highlights, T20 World Cup 2021 ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

| Edited By: | Updated on: Oct 26, 2021 | 7:15 PM

২০২১ টি-২০ বিশ্বকাপে প্রথম জয় দক্ষিণ আফ্রিকার।

South Africa vs West Indies Match Highlights, T20 World Cup 2021 ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের মহারণে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার (South Africa)। ক্যারিবিয়ানদের (West Indies) ব্যট হাতে ঝড় তোলার সুযোগ না দিয়ে ১৪৩ রানে বেঁধে রাখলেন প্রোটিয়া বোলাররা। জাবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও ৮ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ৫১ রানে অপরাজিত মাক্রম। ম্যাচের সেরা প্রোটিয়া পেসার নকিয়া।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Oct 2021 07:03 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

    জোড়া ম্যাচে হার ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারাল প্রোটিয়ারা।

  • 26 Oct 2021 06:43 PM (IST)

    ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১১১/২

    ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১১১। শেষ ৩০ বলে ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ৩৩ রান

  • 26 Oct 2021 06:17 PM (IST)

    ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৬৬/২

    ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬৬। শেষ ৬০ বলে ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ৭৮ রান

  • 26 Oct 2021 05:55 PM (IST)

    ছয় ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪২/১

    পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪২। প্রথম ওভারে আউট হয়েছেন অধিনায়ক তেম্বা বাভুমা।

  • 26 Oct 2021 05:30 PM (IST)

    দক্ষিণ আফ্রিকা ৪/১

    প্রথম ওভার শেষে প্রোটিয়াদের রান ৪। প্রথম ওভারেই রান আউট অধিনায়ক বাভুমা।

  • 26 Oct 2021 05:15 PM (IST)

    ১৪৩ রান শেষ ওয়াস্ট ইন্ডিজের ইনিংস

    ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয় ১৪৩ রান ক্যারিবিয়ানদের।

  • 26 Oct 2021 04:39 PM (IST)

    ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৫/৩

    ১৫ ওভার শেষে ৩ উইকেট না হারিয়ে ৯৫ রান ওয়েস্ট ইন্ডিজের। ক্রিজে আছেন গেইল ও পোলার্ড।

  • 26 Oct 2021 04:11 PM (IST)

    ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬৫/০

    প্রোটিয়া বোলারদের সামেন হাত খুলে খেলতে পারছেন না ক্যারিবিয়ান ব্যাটররা। ১০ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান ওয়েস্ট ইন্ডিজের। হাফ সেঞ্চুরি ইভন লুইসের।

  • 26 Oct 2021 03:50 PM (IST)

    ব্যাট হাতে ঝড় তোলা শুরু ক্যারিবিয়ানদের

    ৫ ওভার শেষে ৩৬ রান ওয়েস্ট ইন্ডিজের

  • 26 Oct 2021 03:35 PM (IST)

    প্রথম ওভার শেষে ৪ রান ওয়েস্ট ইন্ডিজের

    প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪ রান ক্যারিবিয়ানদের। দক্ষিণ আফ্রিকার প্রথম দলে নেই উইকেটকিপার কুইন্টন ডি কক।

  • 26 Oct 2021 03:13 PM (IST)

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

    ভারত-পাকিস্তান ম্যাচের কথা মাথায় রেখেই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার।

Published On - Oct 26,2021 3:12 PM

Follow Us: